Ajker Patrika

ইউপি নির্বাচনে ফলাফল জালিয়াতির অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৬: ২০
ইউপি নির্বাচনে ফলাফল জালিয়াতির অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত এক চেয়ারম্যানসহ তিন প্রার্থী। গতকাল শনিবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে তাঁরা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁরা চরদুঃখিয়া পূর্ব ইউপির বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি করেন।

সংবাদ সম্মেলনে পরাজিত তিন প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাছির আহমেদ। অপর দুই প্রার্থী হলেন ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী প্রার্থী মর্জিনা আক্তার আঁখি ও সাধারণ সদস্য প্রার্থী আমিন খান।

লিখিত বক্তব্যে প্রার্থীরা বলেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে অনিয়ম ও জালিয়াতি হয়েছে। তিনটি কেন্দ্র থেকে ব্যালট, ব্যালটের মুড়ি ও সিল ছিনতাই করে কেন্দ্রের বাইরে ও ভেতরে ব্যালটে সিল মারা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সিল মারা ওই ব্যালট ভোটের বাক্সে আবার ফেলা হয়েছে। প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, প্রতিদ্বন্দ্বী অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর পক্ষের সিলমারা ব্যালট নৌকার পক্ষে গণনা, প্রতিদ্বন্দ্বী একাধিক সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত সদস্য প্রার্থীর পক্ষের ফলাফল পাল্টে দিয়ে অপর সদস্যদের অবৈধভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

ওই ইউপির চেয়ারম্যান প্রার্থীদের ভোটের সংখ্যার সঙ্গে সাধারণ, সংরক্ষিত সদস্যদের ভোটের সংখ্যার মিল নেই। এ ছাড়া ১ নম্বর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬১৩টি। চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল শিটে মোট কাস্টিং ভোটের সংখ্যা ১ হাজার ৭১৭টি। সংরক্ষিত সদস্যদের মোট কাস্টিং ভোটের সংখ্যা ১ হাজার ৫৭৮টি, সাধারণ সদস্যদের মোট কাস্টিং ভোটের সংখ্যা ১ হাজার ৬১৩টি।

এদিকে গত ৮ জানুয়ারি পূর্ব সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের বাগানে বেশ কিছু সিলমারা ও সিল ছাড়া ব্যালট পেপার, মুড়ি ও সিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাতে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বাছির আহমেদ লিখিত অভিযোগ করেন। এ ছাড়া অনিয়ম, জালিয়াতির বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি। ফলে বাধ্য হয়ে তাঁরা সংবাদ সম্মেলন করেন বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত