Ajker Patrika

ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৪
ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের পুরাতন বগুড়া সড়কে ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল বুধবার ভোর ৬টার দিকে হাসিল রঘুনাথপুর কবরস্থানসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা চারজনই ইজিবাইকের যাত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তিনজন হলেন ইজিবাইক চালক সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রামের নিমাই চন্দ্র, যাত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার নওদা ফুলকোচা গ্রামের মানিক কুমার হালদার। এছাড়ার চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী টাঙ্গাইল জেলার কাঠুয়া যৌগনী গ্রামের দিনেশ কুমার সরকার মারা যান। আহত একজন হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ঢলডঙ্গর গ্রামের গোসাই মালো।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বগুড়াগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের চালকসহ এক যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রী মারা যায়। তাঁরা চারজনই মাছ কিনে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন।

রায়গঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে রায়গঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...