Ajker Patrika

বুধবারী বাজার ইউপিতে নির্বাচন স্থগিত

গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ২৫
বুধবারী বাজার ইউপিতে নির্বাচন স্থগিত

গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে বুধবারী বাজার ইউপির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই ইউপির সঙ্গে পাশের আমুড়া ইউপির সীমানা জটিলতা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ফয়ছল কাদের।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর গত রোববার বুধবারী বাজার ইউপির মো. এমদাদুর রহমান সীমানা জটিলতা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজমান থাকার বিষয়টি উল্লেখ্য করে আবেদন করেন।

তাঁর আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক চিঠিতে এই সিদ্ধান্ত জানায়।

চিঠিতে বলা হয়, বুধবারী বাজার ইউপির সঙ্গে আমুড়া ইউপির সীমানা জটিলতা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজমান নিয়ে করা আবেদনটি সরেজমিন তদন্ত করে মতামতসহ প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য বুধবারী বাজার ইউপির নির্বাচন স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত