Ajker Patrika

মাদক কাণ্ডে ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ১০
মাদক কাণ্ডে ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত গত শনিবার কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট আনার সময় অভিযুক্ত জাহাঙ্গীর আলমের ব্যবহৃত প্রাইভেটকারসহ চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁদের দেওয়া তথ্য মতে, এ সকল মাদক ব্যবসার মূল হোতা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার।

প্রসঙ্গত বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার গাজীপুরের তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের ইকবাল সরকারের ছেলে। তিনি ২০১৬ সাল থেকে বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত