Ajker Patrika

শাহরাস্তিতে এতিমদের মধ্যে কম্বল বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৪০
শাহরাস্তিতে এতিমদের মধ্যে কম্বল বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে এতিমখানায় কম্বল বিতরণ করেছেন ইউএনও শিরীন আক্তার। গতকাল সোমবার বিকেলে পৌরসভার কাজিরকামতা আল আমিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের হাতে কম্বল তুলে দেন তিনি। এ ছাড়া সন্ধ্যায় টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর শামছুল উলুম এতিমখানা ও গুলপুরা হাবিবীয়া এতিমখানার ৩৫ জন শিশুর মধ্যে কম্বল বিতরণ করেন তিনি।

জানা গেছে, কয়েক দিন ধরে শাহরাস্তি উপজেলায় শীতার্তদের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল বিতরণের জন্য রাস্তাঘাটে বিভিন্ন ছিন্নমূল মানুষ, সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ভূমিহীন ও গৃহহীন মানুষ এবং বিভিন্ন এতিমখানায় বসবাসকারী শিশুদের কাছে ছুটে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। এ সময় শিশুদের মধ্যে ফল কিনে দেওয়ার জন্য নগদ অর্থ বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪ হাজার ৪৭০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৭০টি কম্বল পৌরসভায় দেওয়া হয়েছে। ১০টি ইউনিয়নে কিছু কম্বল বিতরণ করা হয়েছে। ছিন্নমূল মানুষ, সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী জনগণ ও বিভিন্ন এতিমখানায় সরাসরি কিছু কম্বল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কিছু নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। যা দিয়ে আরও কম্বল, সোয়েটার, জ্যাকেট ও মোজা বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত