Ajker Patrika

হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

ধামরাই প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১: ০৯
হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে চাঞ্চল্যকর নছর উদ্দিন হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গত শনিবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইরের পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের গোলাম মোস্তফা (৩৯), রাশেদ মোল্লা (৩৮) ও নাঈম হোসেন মোল্লা (১৯)।

গতকাল রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১১ নভেম্বর ধামরাই ইউপি নির্বাচনে সুয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন মিজানুর রহমান ও গোলাম মোস্তফা। এর মধ্যে মিজানুর রহমানের সমর্থক দেলোয়ারের সঙ্গে গোলাম মোস্তফাসহ অন্যান্য আসামিদের জমি নিয়ে বিরোধ চলছিল। নির্বাচনের দিন রাত ৯টার দিকে নছর উদ্দিনের ছেলে দেলোয়ারসহ কয়েকজন বাড়িতে যাওয়ার সময় আসামিরা তাঁদের দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ করে। এ সময় চিৎকার শুনে নছর উদ্দিন মোল্লা ঘটনাস্থলে এলে আসামিরা তাঁকে বুকে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ভিকটিমের ছেলে বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিঙ্গাইর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত