Ajker Patrika

ক্যাটরিনাকে ঘিরে গুঞ্জন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৩: ০১
ক্যাটরিনাকে ঘিরে গুঞ্জন

গত শনিবারই ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। অনিলকন্যার মা হওয়ার সুখবরের মধ্যেই শুরু হয়েছে নতুন আলোচনা। ক্যাটরিনা কাইফও কি অন্তঃসত্ত্বা? সম্প্রতি ক্যাটরিনা ও ভিকি কৌশলকে একটি হাসপাতালের বাইরে দেখা গেছে। এরপরই সংবাদমাধ্যমে গুঞ্জন, মা হতে যাচ্ছেন ক্যাটরিনা।

তবে নায়িকার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, গাইনি বিভাগে নয়, ক্যাটরিনা হাসপাতালে গিয়েছিলেন ডেন্টিস্টকে দেখাতে। কয়েক দিন আগে তাঁর একটি আক্কেল দাঁত তুলে ফেলতে হয়েছে। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সে কথা জানিয়েছিলেন ক্যাটরিনা। এদিনও সেই ডেন্টিস্টের কাছেই চেকআপের জন্য গিয়েছিলেন তিনি। তবে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা নন, এমন দাবিও ওই সূত্র করেনি। হ্যাঁ-না কিছুই বলেননি ভিকি কিংবা ক্যাটরিনাও।

হাসপাতালের বাইরে ক্যাটরিনা কাইফআগেও বহুবার খবর রটেছিল, ক্যাটরিনা মা হতে যাচ্ছেন। শেষ পর্যন্ত তা গুজবে পরিণত হয়েছে। এই যেমন কয়েক দিন আগেই ক্যাটরিনাকে বিমানবন্দরে দেখে গুঞ্জন শুরু হয়। অনেকে ক্যাটরিনার ‘বেবি বাম্প’ও আবিষ্কার করে ফেলেন। পরে জানা যায়, সবটাই ভিত্তিহীন, অনুমান। গত ডিসেম্বরে ভিকি ও ক্যাটরিনা বিয়ের পিঁড়িতে বসেন। এরপরই ভক্তদের অপেক্ষা পরিবারে কবে আসবে নতুন অতিথি।

 ক্যাটরিনা কাইফঅন্য তারকা দম্পতিদের মতোই ভিক্যাটের জনপ্রিয়তা বিপুল। তাঁদের একসঙ্গে দেখতে পেলে উচ্ছ্বসিত হন ভক্তরা। দুই তারকার রসায়ন মুগ্ধ করে তাঁদের। সম্প্রতি করণ  ক্যাটরিনা কাইফজোহরের শোয়ে ভিকি কৌশল বলেন, ক্যাটরিনা তাঁর কাছে আয়নার মতো। তাঁদের মধ্যে বোঝাপড়াও খুব ভালো বলেই দাবি তাঁদের। দুই বছর আগে ‘কফি উইথ করণ’-এর শো থেকেই নাকি প্রেমপর্ব শুরু হয় তাঁদের। অনেকেই ভাবছেন যেহেতু করণ জোহরের শো থেকেই তাঁদের সম্পর্কের শুরু, তাই মা হওয়ার খবরটাও ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানেই ঘোষণা করবেন ক্যাটরিনা।

 ক্যাটরিনা কাইফসোনমের পর আলিয়া, বিপাশা এবং ছোট পর্দার অঙ্কিতা লোখান্দে, দেবিনার নতুন খবরের অপেক্ষায় ভক্তরা। ক্যাটরিনাও কি সেই তালিকায় নাম লেখাবেন? সুখবর দেবেন ভক্তদের? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত