Ajker Patrika

জমির অভাবে মাঠ হচ্ছে না ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২২, ১২: ০৩
Thumbnail image

জমির অভাবে পর্যাপ্ত খেলার মাঠ ও উদ্যান নির্মাণ করতে পারছেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার দুপুরে বাসাবো বালুর মাঠে ‘বাসাবো সবুজ বলয়’-এর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘প্রতি ওয়ার্ডেই ন্যূনতম একটি খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। তবে সবচেয়ে বড় অন্তরায় হলো পর্যাপ্ত জমির সংস্থান করা।’

মেয়র আরও বলেন, ‘আজ যে মাঠে আমরা সবুজ বলয়ের উদ্বোধন করলাম, সেই জমিটি দখল করার জন্য অনেকেই চেষ্টা করছে। তবে এই এলাকার সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, কাউন্সিলরসহ সবার দৃঢ়তার জন্যই জমিটা রক্ষা করতে পেরেছি। এই সমস্যা প্রতিটি ওয়ার্ডেই রয়েছে।’

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘৪৮ নম্বর ওয়ার্ডে খেলাধুলার জন্য এক চিলতে জমিও নেই। আমরা সেখানে একটি জমি চিহ্নিত করেছি। সেখানে অবৈধভাবে ট্রাকস্ট্যান্ড করে রাখা হয়েছে, তা দখলমুক্ত করে খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছি।’

এর আগে মেয়র ৫ তলা ভিত্তিবিশিষ্ট মেরাদিয়া কাঁচাবাজার ও বিপণিবিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাসাবো বৌদ্ধমন্দির থেকে কালীমন্দির পর্যন্ত রাস্তা সম্প্রসারণে চলমান কাজ এবং পরে রায়ের বাজার উচ্চবিদ্যালয়ের শহীদ শামসুন্নেসা আরজু মনি একাডেমিক ভবনের উদ্বোধন এবং আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান খননকাজ পরিদর্শন করেন। এ সময় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও কাজী বোরহান উদ্দিন, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও নারী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত