Ajker Patrika

নায়ক নিরবের শুক্রবার রহস্য

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২২, ০৯: ০৫
Thumbnail image

শুক্রবার এলেই ইদানীং চিত্রনায়ক নিরবকে আর ঢাকায় পাওয়া যাচ্ছে না। সপ্তাহজুড়ে সিনেমা কিংবা বিজ্ঞাপনের শুটিং করে বৃহস্পতিবার রাতে বেরিয়ে পড়েন। পরদিন ভোরে দেশের যেকোনো প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ায় চেকইন দেন। এক সপ্তাহে সিলেট তো, আরেক সপ্তাহে চট্টগ্রাম কিংবা বরিশাল—প্রতি সপ্তাহেই ভিন্ন ভিন্ন জেলায় হাজির হন তিনি। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাঁর এই মিশন। নিরব বলেন, ‘ছয় মাসে বাংলাদেশের ৬৪টি জেলার ১০০টি উপজেলায় যাওয়ার পরিকল্পনা আছে। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, ভোলাসহ দেশের ১২-১৪টি জেলার ২৫-৩০টি উপজেলায় গিয়েছি।’

কী মিশন নিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন নিরব? অভিনেতা জানালেন, ‘মার্কস ডেজার্ট কুইন’ নামে একটি রান্নার প্রতিযোগিতার জন্য বিভিন্ন জেলায় ঘুরতে হচ্ছে তাঁকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা রাঁধুনিকে। অনুষ্ঠানের প্রতি পর্বে অতিথি হিসেবে হাজির হতে দেখা যাবে নিরবকে। সেরা রাঁধুনিকে বরণ করে নেন তিনি। বিজয়ীর হাতে তুলে দেন ফ্রিজ, ওভেন, টিভিসহ বিভিন্ন পুরস্কার।

‘মার্কস ডেজার্ট কুইন’ প্রতিযোগিতার শুটিং হয় প্রতি শুক্র ও শনিবার। তাই এ দুই দিন দেশের বিভিন্ন জেলায় কাটাচ্ছেন তিনি। নিরব বলেন, ‘এখন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই পর্ব চলছে। ৬৪টি জেলার বাছাইপর্ব শেষে ঢাকায় গালা রাউন্ডে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। এই অভিজ্ঞতা আমার জন্য নতুন। কাজটি অত সহজ নয়। তবে আনন্দের বিষয় হচ্ছে, অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে। নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। ভালো লাগছে।’ নিরব জানিয়েছেন, রোজা উপলক্ষে এক মাস এই প্রতিযোগিতার শুটিং বন্ধ থাকবে। ঈদের তিন দিন পর থেকে আবার শুরু হবে তাঁর দেশ সফর।

‘ক্যাসিনো’, ‘ফিরে দেখা’, ‘অমানুষ’সহ নিরব অভিনীত কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এ মাসেই স্পর্শিয়াকে নিয়ে ‘জলকিরণ’ নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন নিরব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত