Ajker Patrika

বিমানবন্দরে বেড়েছে জট, যাত্রী ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১০: ৩৫
বিমানবন্দরে বেড়েছে   জট, যাত্রী ভোগান্তি

সংস্কারকাজের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকছে ফ্লাইট চলাচল। আট ঘণ্টার এই স্থবিরতায় বিমানবন্দরে দেখা দিয়েছে জট। প্রতিটি ফ্লাইট উড়তে ও অবতরণ করতে প্রায় ১০ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, ২৪ ঘণ্টার ফ্লাইট শিডিউল ১২ ঘণ্টায় নিয়ে আসার কারণে বিমানবন্দরে চাপ সৃষ্টি হয়েছে।

গতকাল শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের প্রবেশপথেই তীব্র যানজট। ১ ও ২ নম্বর টার্মিনালের সামনের খালি জায়গা এখন গাড়িতে ভরা। বিমানবন্দরের কর্মীরা হ্যান্ডমাইকে বারবার ঘোষণা দিচ্ছিলেন, ‘মাঠে কোনো জায়গা নেই। গাড়ি নিয়ে বহুতল পার্কিংয়ে চলে যান।’

বিমানবন্দরের ভেতরে গিয়ে দেখা গেছে, মালামাল বহনের ট্রলি নিয়ে যাত্রীদের হাহাকার। অনেক যাত্রী মাথায় ও কাঁধে করে মাল বহন করছেন। বহুতল পার্কিংয়ের ছাদে করোনা পরীক্ষার জন্য অনেক মানুষকে অপেক্ষমাণ থাকতে দেখা গেছে। তাঁর অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও সিরিয়াল পেতে সমস্যায় পড়ছেন। কেউ কেউ বলছেন, ফ্লাইট শিডিউল পরিবর্তনের কারণে হয়রানির শিকার হচ্ছেন।

করোনা টেস্টের জন্য বিমানবন্দরের বহুতল পার্কিং ভবনের ছাদে অপেক্ষা করছিলেন কিশোরগঞ্জের মো. নাজমুল হাসান। তিনি মধ্যপ্রাচ্যের দুবাই যাবেন। সেখানে কথা হয় তাঁর সঙ্গে। নাজমুল হাসান জানান, এমিরেটস এয়ারলাইনসে রাত সাড়ে নয়টায় তাঁর ফ্লাইট রয়েছে। দুপুর থেকে করোনা টেস্টের জন্য অপেক্ষা করছেন, এখনো কোনো সিরিয়াল পাননি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেলে আবুধাবি থেকে এসেছেন সালমান রশিদ। তাঁর বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলায়। সালমান রশিদ জানান, বিমানবন্দরের সব প্রক্রিয়া শেষ করতে অন্য স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা বেশি লেগেছে।

যাত্রীদের ভোগান্তির বিষয়ে বিমানবন্দরের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘২৪ ঘণ্টার ফ্লাইট যখন ১২ ঘণ্টায় চলে আসে তখন একটু সংকট তো তৈরি হবেই। বিমানবন্দরে যাত্রীর চাপ বেড়েছে। কাছাকাছি সময়ে অনেক ফ্লাইট যখন ওঠানামা করে, তখন ইমিগ্রেশন বিভাগে চাপ পড়ে। হেলথ ডেস্কে যাত্রীদের সময় লাগছে। ট্রলিস্বল্পতার কারণে যাত্রীরা মালপত্র নিয়ে ভোগান্তিতে রয়েছেন। তবে যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি।’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে গড়ে ২৫০টি ফ্লাইট ওঠানামা করে। এর মধ্যে শুধু রাতে ওঠানামা করত ১০-১৫টি ফ্লাইট। সংস্কারের জন্য ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত তিন মাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উড়ান বন্ধ থাকবে। এ সময় বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হবে। তবে কোনো উড়োজাহাজের জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবে।

নতুন শিডিউলের কারণে মাঝেমধ্যে বিমানজট তৈরি হয় বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান। তিনি বলেন, ‘রাতের ফ্লাইট যুক্ত হচ্ছে দিনে। ফলে অনেক সময় তৈরি হচ্ছে ফ্লাইটজট। বিমান ৫-১০ মিনিট অবতরণ বা উড়ার জন্য অপেক্ষা করতে হয়। তবে এখন দিনের ফ্লাইট অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।’

এ বিষয়ে জানতে চাইলে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরে অব্যবস্থাপনা চলছে, এটা বলা ঠিক হবে না। ২৪ ঘণ্টার ফ্লাইট ১২ ঘণ্টায় নিয়ে আসায় একটু চাপ বেড়েছে। কীভাবে এটা ওভারকাম করা যায়, এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ট্রলিসংকট দূর করতে এই মাসে বিমানবন্দরে ৫০০ নতুন ট্রলি যুক্ত হবে। ইমিগ্রেশনে যে ডেস্ক খালি আছে, তা পূরণ করা হবে।’

এদিকে বিমানবাহিনীর বিজয় দিবসের প্রস্তুতি মহড়া ও প্রদর্শনীর জন্য এবার পাঁচ দিন দুই ঘণ্টা করে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে আগের ৮ ঘণ্টার পরিবর্তে এই পাঁচ দিন ১০ ঘণ্টা বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। বিমানবন্দর সূত্র বলছে, ১১ থেকে ১৪ ডিসেম্বর—চার দিন বিমানবাহিনীর প্রস্তুতি মহড়া এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রদর্শনীর জন্য সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ থাকবে। এই পাঁচ দিন এই সময়ের ফ্লাইটগুলো দিনের অন্য সময়ে ছেড়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত