Ajker Patrika

এবার কোক স্টুডিওতে হাশিম মাহমুদের লেখা গানে ইমন

এবার কোক স্টুডিওতে হাশিম মাহমুদের লেখা গানে ইমন

গত বছর সারা দেশে ঝড় তুলেছিল হাওয়া সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি। হাশিম মাহমুদের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছিলেন ইমন চৌধুরী, কণ্ঠ দিয়েছিলেন এরফান মৃধা শিবলু। এ গান দিয়েই শ্রোতাদের কাছে পরিচিতি পান হাশিম মাহমুদ ও শিবলু। সুপারহিট এ গানের ত্রয়ী আবার ফিরলেন নতুন গান নিয়ে।

গতকাল সন্ধ্যায় কোক স্টুডিও বাংলা থেকে প্রকাশ পায় ‘কথা কইয়ো না’ শিরোনামের নতুন গান। লিখেছেন হাশিম মাহমুদ, সুর ও সংগীত ইমন চৌধুরীর। গেয়েছেন এরফান মৃধা শিবলু। তাঁদের সঙ্গে ময়মনসিংহ গীতিকা ‘বারো মাসে বারো ফুল রে’ নিয়ে যুক্ত হয়েছেন লোকসংগীতশিল্পী আলেয়া বেগম। ‘কথা কইয়ো না’ গানের কথায় প্রিয়জনকে দেখার আকুতি ফুটে উঠেছে।

গানটির দৃশ্যায়নে রাখা হয়েছে চাঁদের আলোয় আলোকিত একটি গ্রামের বাড়ির উঠোন। ইমন চৌধুরী বলেন, ‘কোক স্টুডিও বাংলার মাধ্যমে আমরা শিল্পীরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে আমরা সংগীতের বিভিন্ন উপাদান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারি। বিভিন্ন ধারার এমন প্রতিভাবান শিল্পীদের সাথে কাজ করা আমার জন্য খুবই অনুপ্রেরণার।’

এরফান মৃধা শিবলু বলেন, ‘আমি হাশিম ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে কাজ করছি। তাঁর গানের কথা খুব সাধারণ কিন্তু তা হৃদয় ছুঁয়ে যায়। এমন জনপ্রিয় একটি প্ল্যাটফর্মে তাঁর লেখা গান গাইতে পেরে খুব আনন্দিত।’ আলেয়া বেগম বলেন, ‘শহুরে সুরের সাথে আমাদের লোকসংগীতের শিকড়কে মিশিয়ে জাদুকরী একটা গান তৈরি হয়েছে। এই গানের সাথে সবার মন নেচে উঠবে বলে আমার বিশ্বাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত