ফারুক মেহেদী, কাতার থেকে
বিশ্বকাপ ফুটবলে সব ধরনের সায় আছে। বিদেশি পর্যটক ও সমর্থকদের জন্য যাবতীয় আয়োজন ও সহায়তাও দিয়ে যাচ্ছে। তবে নিজস্ব ধর্মীয় স্বকীয়তা ও রক্ষণশীলতার ব্যাপারে স্থানীয় কাতারিরা বেশ কঠোর। নিজেদের এসব বিষয়ে তাঁরা ছাড় দিতে রাজি নন। এমনকি বিদেশি পর্যটকেরা অবাধে দেশে আসুক, এটাও তাঁরা চান না।
গত মঙ্গলবার সন্ধ্যায় কাতারের বনি হাজার এলাকায় একটি কাতারি বৈঠকে হাজির থাকার সুযোগ হয়। যে বৈঠকটি স্থানীয়ভাবে মজলিশ নামে পরিচিত।
সেখানে বসে মূলধারার কাতারের নাগরিকেরা সাধারণত খোশগল্প করে, আড্ডা দিয়ে আর কাজের ফাঁকে অবসর সময় কাটিয়ে থাকেন। এই সময়ে আবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পুরো কাতার বিদেশি পর্যটক-সমর্থকে গমগম করছে। চারদিকে খেলার আমেজ। সড়কের মোড়ে মোড়ে বড় স্ক্রিনে ফুটবল নিয়ে চিৎকার শোনা যাচ্ছে। শপিং মলে বিদেশিরা কেনাকাটা, আনন্দ, উল্লাসে কাটিয়ে দিচ্ছেন। আর কাতারিরা তাঁদের সনাতন মজলিশে আড্ডায় মশগুল। খেলার প্রতি তাঁদের খুব একটা আগ্রহ, তা মনে হলো না।
পরিচয় পেয়ে তাঁরা সাদরে গ্রহণ করলেন।
এরপর কাতারি রীতি মেনে মেহমান হিসেবে গাওয়া, খেজুরসহ চা-কফি দিয়ে আপ্যায়ন করলেন। মজলিশে কাতারের সরকারি প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা ছিলেন। আলোচনার একপর্যায়ে তাঁদের দু-একজন বিশ্বকাপ ও পর্যটকদের নিয়ে কথা বলেন। এ সময় কাতারে একটি পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. আবদুল্লাহ মিশফেয়ার আল শাওয়ানি বলেন, ‘কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পেরে খুবই খুশি। এখানে বিদেশিরা এসেছেন, খেলা দেখছেন। তাদের নিরাপদে খেলা দেখা, ঘুরে বেড়ানোর সব আয়োজন সুষ্ঠুভাবে সরকার করে দিয়েছে। কোথাও কোনো অনিয়ম-বিশৃঙ্খলা হচ্ছে না। আমরা এ ব্যাপারে শতভাগ সতর্ক। বিশ্বের অনেক দেশে আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, আয়োজন নিয়ে অনেক নেতিবাচক কথা হচ্ছে। আমরা তাতে কান দিচ্ছি না। আমরা মনে করি, এটি একটি মহাআয়োজন। এতে সবার অংশগ্রহণ রয়েছে। অতিথিরা যাতে কোনো কষ্ট না পায়, এর সব ব্যবস্থা রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা আমাদের কাজটা করে যাচ্ছি।’
এ সময় রাশেদ জায়েদ আল শাওয়ানি নামের কাতারের আরেক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের অতিথিদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করছি না।
অতিথিরা যাতে নিরাপদে খেলা দেখতে ও ঘোরাঘুরি করতে পারে, এটা নিশ্চিত করা হয়েছে। তবে আমরা চাই আমাদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি বজায় থাকুক। ছাড় দিলেও আমাদের ধর্মীয় স্বকীয়তা ও আমাদের রক্ষণশীলতার যতটুকু সম্ভব বজায় রাখতে চাই।’ তিনি বলেন, বিশ্বকাপ উপলক্ষে হয়তো বিদেশিরা অবাধে এসেছে, তবে আমরা চাই না দেশটি সবার জন্য এত অবাধ ও মুক্ত থাকুক।
আলোচনাকালে আরও কয়েকজন কাতারি নাগরিক খোলামেলা কথা বলেন। তাঁদের মূল বক্তব্য হলো, কাতার তার হাজার বছরের ঐতিহ্যের ব্যাপারে সচেতন। কয়েক সপ্তাহের একটি খেলার জন্য তাঁরা তাঁদের বাপ-দাদার রীতি-নীতির আমূল পরিবর্তন করতে পারবেন না। তাঁরা সর্বোচ্চ ছাড় দিয়েছেন খেলা উপলক্ষে। তাঁরা চান না, তাঁদের দেশটি দুবাইয়ের মতো হোক। বিদায়ের সময় একজন কাতারি হেসে মজা করে বলেন, ‘আমাদের যেদিন তেল-গ্যাস শেষ হয়ে যাবে, সে দিন তোমাদের দেশের তাজা শাকসবজি আর মাছ এনে খাব আমরা।’
গত মঙ্গলবার কাতারের হোমসাইড সমুদ্রসৈকতে গিয়ে দেখা যায়, বিভিন্ন দেশের পর্যটকেরা সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন। কেউ কেউ স্বজনদের সঙ্গে উটে চড়ে ডেজার্ট সাফারি করছেন। তাঁরা জানান, কাতার তাঁদের অনেক ভালো লাগছে। কেউ তাদের চলাফেরায় কোনো আপত্তি করছে না। এ জন্য কাতার সরকারকে ধন্যবাদও দেন।
তাঁদের বক্তব্য, কাতারের মতো একটি দেশ শত সমালোচনার মধ্যেও এত সুন্দর একটি আয়োজন করেছে—এটা সত্যিই প্রশংসনীয়।
বিশ্বকাপ ফুটবলে সব ধরনের সায় আছে। বিদেশি পর্যটক ও সমর্থকদের জন্য যাবতীয় আয়োজন ও সহায়তাও দিয়ে যাচ্ছে। তবে নিজস্ব ধর্মীয় স্বকীয়তা ও রক্ষণশীলতার ব্যাপারে স্থানীয় কাতারিরা বেশ কঠোর। নিজেদের এসব বিষয়ে তাঁরা ছাড় দিতে রাজি নন। এমনকি বিদেশি পর্যটকেরা অবাধে দেশে আসুক, এটাও তাঁরা চান না।
গত মঙ্গলবার সন্ধ্যায় কাতারের বনি হাজার এলাকায় একটি কাতারি বৈঠকে হাজির থাকার সুযোগ হয়। যে বৈঠকটি স্থানীয়ভাবে মজলিশ নামে পরিচিত।
সেখানে বসে মূলধারার কাতারের নাগরিকেরা সাধারণত খোশগল্প করে, আড্ডা দিয়ে আর কাজের ফাঁকে অবসর সময় কাটিয়ে থাকেন। এই সময়ে আবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পুরো কাতার বিদেশি পর্যটক-সমর্থকে গমগম করছে। চারদিকে খেলার আমেজ। সড়কের মোড়ে মোড়ে বড় স্ক্রিনে ফুটবল নিয়ে চিৎকার শোনা যাচ্ছে। শপিং মলে বিদেশিরা কেনাকাটা, আনন্দ, উল্লাসে কাটিয়ে দিচ্ছেন। আর কাতারিরা তাঁদের সনাতন মজলিশে আড্ডায় মশগুল। খেলার প্রতি তাঁদের খুব একটা আগ্রহ, তা মনে হলো না।
পরিচয় পেয়ে তাঁরা সাদরে গ্রহণ করলেন।
এরপর কাতারি রীতি মেনে মেহমান হিসেবে গাওয়া, খেজুরসহ চা-কফি দিয়ে আপ্যায়ন করলেন। মজলিশে কাতারের সরকারি প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা ছিলেন। আলোচনার একপর্যায়ে তাঁদের দু-একজন বিশ্বকাপ ও পর্যটকদের নিয়ে কথা বলেন। এ সময় কাতারে একটি পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. আবদুল্লাহ মিশফেয়ার আল শাওয়ানি বলেন, ‘কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পেরে খুবই খুশি। এখানে বিদেশিরা এসেছেন, খেলা দেখছেন। তাদের নিরাপদে খেলা দেখা, ঘুরে বেড়ানোর সব আয়োজন সুষ্ঠুভাবে সরকার করে দিয়েছে। কোথাও কোনো অনিয়ম-বিশৃঙ্খলা হচ্ছে না। আমরা এ ব্যাপারে শতভাগ সতর্ক। বিশ্বের অনেক দেশে আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, আয়োজন নিয়ে অনেক নেতিবাচক কথা হচ্ছে। আমরা তাতে কান দিচ্ছি না। আমরা মনে করি, এটি একটি মহাআয়োজন। এতে সবার অংশগ্রহণ রয়েছে। অতিথিরা যাতে কোনো কষ্ট না পায়, এর সব ব্যবস্থা রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা আমাদের কাজটা করে যাচ্ছি।’
এ সময় রাশেদ জায়েদ আল শাওয়ানি নামের কাতারের আরেক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের অতিথিদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করছি না।
অতিথিরা যাতে নিরাপদে খেলা দেখতে ও ঘোরাঘুরি করতে পারে, এটা নিশ্চিত করা হয়েছে। তবে আমরা চাই আমাদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি বজায় থাকুক। ছাড় দিলেও আমাদের ধর্মীয় স্বকীয়তা ও আমাদের রক্ষণশীলতার যতটুকু সম্ভব বজায় রাখতে চাই।’ তিনি বলেন, বিশ্বকাপ উপলক্ষে হয়তো বিদেশিরা অবাধে এসেছে, তবে আমরা চাই না দেশটি সবার জন্য এত অবাধ ও মুক্ত থাকুক।
আলোচনাকালে আরও কয়েকজন কাতারি নাগরিক খোলামেলা কথা বলেন। তাঁদের মূল বক্তব্য হলো, কাতার তার হাজার বছরের ঐতিহ্যের ব্যাপারে সচেতন। কয়েক সপ্তাহের একটি খেলার জন্য তাঁরা তাঁদের বাপ-দাদার রীতি-নীতির আমূল পরিবর্তন করতে পারবেন না। তাঁরা সর্বোচ্চ ছাড় দিয়েছেন খেলা উপলক্ষে। তাঁরা চান না, তাঁদের দেশটি দুবাইয়ের মতো হোক। বিদায়ের সময় একজন কাতারি হেসে মজা করে বলেন, ‘আমাদের যেদিন তেল-গ্যাস শেষ হয়ে যাবে, সে দিন তোমাদের দেশের তাজা শাকসবজি আর মাছ এনে খাব আমরা।’
গত মঙ্গলবার কাতারের হোমসাইড সমুদ্রসৈকতে গিয়ে দেখা যায়, বিভিন্ন দেশের পর্যটকেরা সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন। কেউ কেউ স্বজনদের সঙ্গে উটে চড়ে ডেজার্ট সাফারি করছেন। তাঁরা জানান, কাতার তাঁদের অনেক ভালো লাগছে। কেউ তাদের চলাফেরায় কোনো আপত্তি করছে না। এ জন্য কাতার সরকারকে ধন্যবাদও দেন।
তাঁদের বক্তব্য, কাতারের মতো একটি দেশ শত সমালোচনার মধ্যেও এত সুন্দর একটি আয়োজন করেছে—এটা সত্যিই প্রশংসনীয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫