Ajker Patrika

শ্যামনগরে আ. লীগের ৮ নেতাকে বহিষ্কার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
Thumbnail image

গাজী আনিছুজ্জামান আনিচ ও শেখ আল মামুনসহ শ্যামনগরে আওয়ামী লীগের ৮ নেতাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (আজ) দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাঁরা বহিস্কৃত হয়েছেন।

গত শুক্রবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের স্বাক্ষরকৃত অবহিতকরণপত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিস্কৃতরা নেতারা হলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ। তিনি দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে সাবেক এ চেয়ারম্যান শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে প্রার্থী স্বতন্ত্র হয়েছেন। অপর চেয়্যারম্যান প্রার্থী ও দল থেকে বহিস্কৃত নেতা হলেন রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান শেখ আল মামুন।

তিনি লড়ছেন নৌকার প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহানুর আলমের বিপক্ষে।বহিস্কৃত অন্যান্য নেতারা যথাক্রমে নুরনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জি এম গোলাম মোস্তফা, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর আলী মোল্লা, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জি এম শাহাজাহান সিরাজ, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জি এম হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম নুরুজ্জামান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত