Ajker Patrika

জাহাঙ্গীরের বিচারের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১০: ৪৯
জাহাঙ্গীরের বিচারের দাবিতে মানববন্ধন

গাজীপুর সিটি করপোরেশনের সদ্য বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশ করে তাঁকে দ্রুত আইনের আওতায় এনে বিচার শুরুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জয়দেবপুর-রাজবাড়ী সড়কে এ কর্মসূচি পালন করে আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ।

সভায় বক্তব্য দেন সাংবাদিক মাসুদুল হক ও রাহিম সরকার, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের সভাপতি শাহ সুলতান আতিক, কোষাধ্যক্ষ বেলাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা আগামী সাত দিনের মধ্যে জাহাঙ্গীর আলমকে আইনের আওতায় এনে বিচার শুরু করার জোর দাবি জানান। অন্যথায় তাঁরা স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়। পরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এনে গাজীপুর সিটির মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত