Ajker Patrika

সোহমের প্রযোজনায় মিঠুন চক্রবর্তী

সোহমের প্রযোজনায় মিঠুন চক্রবর্তী

গত বুধবার থেকে কলকাতায় শুরু হয়েছে সোহম চক্রবর্তীর প্রযোজনায় নতুন সিনেমা ‘শাস্ত্রী’র শুটিং। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। পরিচালনা করছেন পথিকৃৎ বসু। এতে নামভূমিকায় আছেন মিঠুন চক্রবর্তী।

সাম্প্রতিক সময়ে সিনেমায় অভিনয়টা কমিয়ে দিয়েছেন মিঠুন। সর্বশেষ ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করেছেন। এর আগের বছর অভিনয় করেছেন ‘প্রজাপ্রতি’তে। তবে সোহম জানালেন, গল্প শুনেই সিনেমার জন্য রাজি হয়েছেন মিঠুন। সোহম বলেন, ‘মিঠুনদা আমাকে অত্যন্ত স্নেহ করেন। গত বছর মিঠুনদা যখন কলকাতায় শুটিং করছিলেন, এক দিন সেটে গিয়ে তাঁকে গল্পটা শোনাই। দাদা বলেছিলেন, ‘‘বিট্টু, আমার এত বছরের ক্যারিয়ারে এত ভালো গল্প শুনিনি।” সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তারপর বিভিন্ন সময়ে দাদার সঙ্গে কথা বলে সিনেমার প্রস্তুতি একটু একটু করে এগিয়েছি।’

শাস্ত্রী সিনেমায় মিঠুনের সঙ্গে দেখা যাবে দেবশ্রী রায়কে। এ সিনেমা দিয়ে ১৬ বছর পর পর্দায় দেখা যাবে মিঠুন-দেবশ্রী জুটি। এ ছাড়া আরও আছেন সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক ও অম্বরীশ ভট্টাচার্য। সোহম নিজেও একটি চরিত্রে অভিনয় করছেন।

২০২২ সালে প্রযোজনায় নাম লেখান সোহম। এর আগে ‘কলকাতার হ্যারি’, ‘পাকা দেখা’ ও ‘এলএসডি’র মতো সিনেমা করলেও শাস্ত্রী তাঁর প্রযোজনা ক্যারিয়ারে সবচেয়ে বড় আয়োজনের নির্মাণ। এতে সোহমের সঙ্গে প্রযোজনায় যুক্ত আছেন সুরিন্দর ফিল্মস। বড় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রযোজনা নিয়ে সোহমের ভাষ্য, ‘শুরুতে অভিজ্ঞতা কম ছিল। সিকিউরিটির কথাও ভেবেছিলাম। কিন্তু পরে বুঝতে পেরেছি, বিষয়বস্তুর পাশাপাশি বক্স অফিসের চাহিদার দিকেও আমাকে খেয়াল রাখতে হবে। সে জন্যই সহ-প্রযোজক হিসেবে সুরিন্দর ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেছি। তারা বড় সিনেমা নির্মাণ করে। তাদের হাত ধরে আমি তারকা হয়েছি, তাদেরকে ভুলে গেলে তো মুশকিল। তারা পাশে থাকলে আরও বেশি শিখতে পারব।’

সব কাজ শেষে চলতি বছরের দুর্গাপূজার সময় সিনেমাটি মুক্তি পাবে বলে জানান সোহম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত