Ajker Patrika

সেই মীমকে জমি দিচ্ছে প্রশাসন

শামিমুজ্জামান, খুলনা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ০৫
সেই মীমকে জমি দিচ্ছে প্রশাসন

খুলনায় সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশের কনস্টেবল পদে চাকরি পাননি মীম আক্তার। তাই এবার মীমের পরিবারকে জমি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। আর চাকরির ব্যাপারে পুলিশ অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষায় আছে স্থানীয় পুলিশ।

খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার লেপ-তোশক মিস্ত্রি মো. রবিউল ইসলামের চার কন্যার মধ্যে ছোট সন্তান মীম আক্তার। নগরীর সরকারি মহিলা কলেজ বয়রায় উচ্চ মাধ্যমিকে মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করেন। ২৫ সেপ্টেম্বর শিরোমণি পুলিশ লাইনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় সাধারণ কোটা নারী পদে প্রথম স্থান অর্জন করেন। এরপর ১০ নভেম্বর ঢাকায় সম্পন্ন হয় মেডিকেল টেস্ট। সর্বশেষ গত ৭ ডিসেম্বর তাঁর ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়। ৮ ডিসেম্বর খুলনা মেডিকেল কলেজে পুনরায় তাঁর মেডিকেল টেস্ট হয় এবং তিনি সেখানেও উত্তীর্ণ হন।

কিন্তু অজানা কারণে পরীক্ষায় অংশগ্রহণকারীরা নিয়োগপত্র পেলেও তিনি পাননি। এ ব্যাপারে মীম বলেন, ‘নিয়োগপত্র না আসায় এসপি অফিসে যোগাযোগ করি। এসপি অফিস থেকে জানানো হয় স্থায়ী ঠিকানা হিসেবে খুলনা ব্যবহার করেছি কিন্তু খুলনায় আমাদের কোনো জমি না থাকায় পুলিশ ভ্যারিফিকেশনে বাদ দেওয়া হয়েছে আমাকে।’

এ ব্যাপারে মীমের পিতা বাবা তবে তার বিষয়টি মো. রবিউল ইসলাম জানান, চিতলমারীতে তাঁদের আদি বাড়ি থাকলেও ১৯৮৮ সাল থেকে তিনি খুলনায় থাকেন। মীম ও তার বোনদের জন্ম খুলনাতেই। তাঁদের ভোটার আইডি কার্ডও খুলনার। এ কারণেই তিনি খুলনায় স্থায়ী ঠিকানা ব্যবহার করেছেন। সেখানেও নিজের কোনো সম্পত্তিও নেই বলছেন তিনি।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে জেলা পুলিশ অফিস থেকে পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে। মীমের চাকরির ব্যাপারে পুলিশ হেড কোয়ার্টারে আলোচনা হচ্ছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে বিস্তারিত জানানো হবে।’

অপরদিকে জেলা প্রশাসন জমি দেওয়ার প্রস্তুতির ব্যাপারে খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার গত সোমবার বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশে কোনো ভূমিহীন থাকবে না। মানবিক কারণে মীমের পরিবারকে স্থায়ীভাবে বসবাসের জন্য জমি দেওয়ার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত