Ajker Patrika

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি রসায়ন দ্বিতীয় পত্র

মো. আব্দুল মোত্তালেব
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৭
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি রসায়ন দ্বিতীয় পত্র

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন তুলে ধরা হলো:

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর:

১. কার্যকরী মূলক কী?

উত্তর: যেসব পরমাণু বা পরমাণু গুচ্ছ বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি কার্যত রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে, তাদের কার্যকরী মূলক বলা হয়।

২. TDS কী?

উত্তর: TDS হলো কোনো নমুনা পানিতে থাকা জৈব ও অজৈব কলয়েড কণার চেয়ে ছোট আণবিক ও আয়নিক সব পদার্থের সামগ্রিক পরিমাণ; যার পূর্ণরূপ Total dissolved solids।

৩. মোলালিটি কী?

উত্তর: প্রতি ১০০০ গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে দ্রবণের মোলালিটি বলে।

৪. মোলার গ্যাস ধ্রুবক কী?

উত্তর: এক মোল কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির জন্য সম্প্রসারণ কাজের মানই মোলার গ্যাস ধ্রুবক।

৫. আংশিক চাপ কী?

উত্তর: কোনো গ্যাস মিশ্রণের উপাদানগুলোর যেকোনো একটিকে মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের সম্পন্ন আয়তন একাকী দখল করে যে চাপের প্রয়োজন হয়, তাকে মিশ্রণের ওই উপাদানের আংশিক চাপ বলে।

৬. SI এককে R-এর মান কত?

উত্তর: SI এককে R-এর মান

হচ্ছে–8.314J/mol/K।

৭. ব্যাপন কী?

উত্তর: উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

৮. বাস্তব গ্যাস কাকে বলে?

উত্তর: যেসব গ্যাস সব তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র সম্পূর্ণরূপে মেনে চলে, তাদের বাস্তব গ্যাস বলে।

৯. প্রমাণ তড়িৎদ্বার বিভব কী?

উত্তর: প্রমাণ অবস্থায় একটি তড়িৎদ্বারের বিভবকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে।

১০. গ্যাস অণুর গড়মুক্ত পথ কী?

উত্তর: গ্যাস অণুগুলোর মধ্যে দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় মানকে গ্যাস অণুর গড়মুক্ত পথ বলে।

১১. এনানশিওমার কাকে বলে?

উত্তর: যে আলোক সমানুদ্বয় এক সমতলীয় আলোর তলকে একই আবর্তন কোণে পরস্পর বিপরীত দিকে আবর্তন করে এবং তাদের সমমোলার মিশ্রণের আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যায়, সেগুলোই পরস্পরের এনানশিওমার।

১২. হেটারো এলিসাইক্লিক যৌগ কী?

উত্তর: যেসব বৃত্তাকার যৌগের বলয় গঠনে কার্বন পরমাণুসহ অপর হেটারো পরমাণু, যেমন O, S, N যুক্ত থাকে, তাকে হেটারো এলিসাইক্লিক যৌগ বলে।

১৩. BOD কী?

উত্তর: BOD (বাইলজিক্যাল অক্সিজেন ডিমান্ড) হলো mg/L-এ প্রকাশিত দ্রবীভূত অক্সিজেন জৈব যৌগ ভাঙনের সময় জৈব রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত হয়।

১৪. ফরমালিন কী?

উত্তর: মিথান্যালের 30 থেকে 40 শতাংশ জলীয় দ্রবণকে ফরমালিন বলে।

১৫. প্রমাণ দ্রবণ কী?

উত্তর: যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে, তাকে প্রমাণ দ্রবণ বলে।

১৬. কাইরাল কার্বন কাকে?

উত্তর: জৈব যৌগের অণুর ক্ষেত্রে কোনো অণুতে কার্বন পরমাণুর সঙ্গে চারটি সম্পূর্ণ ভিন্ন একযোজী পরমাণু যুক্ত বলে থাকলে ওই কার্বন হলো কাইরাল কার্বন।

১৭. মোলার দ্রবণ কী?

উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে কোনো দ্রব্যের 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে সেই দ্রবণই ওই দ্রব্যের মোলার দ্রবণ।

১৮. ফুয়েল সেল কী?

উত্তর: যে কোষে তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বা হাইড্রোজেনঘটিত জ্বালানিকে সরাসরি বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা হয়, তাকে ফুয়েল সেল বলে।

১৯. ফ্যারাডে কী?

উত্তর: ফ্যারাডে হলো বিদ্যুৎ চার্জ প্রবাহের একক, যা দ্বারা প্রতি মোল ইলেকট্রন প্রবাহের ফলে উৎপন্ন চার্জের পরিমাণ নির্ধারণ করা হয়। 1F=96500C।

২০. তড়িচ্চালক বল কী?

উত্তর: তড়িৎ রাসায়নিক কোষের বর্তনী উন্মুক্ত অবস্থায় তড়িৎদ্বার দুটির মধ্যে যে পটেনশিয়াল বা বিভব পার্থক্য হয়, তাই কোষের তড়িচ্চালক বল।

অনুধাবনমূলক প্রশ্ন

১. ল্যাকটিক অ্যাসিড আলোক সমানুক–ব্যাখ্যা করো।

উত্তর: ল্যাকটিক অ্যাসিড অণুতে একটি অপ্রতিসম কার্বন আছে। অপ্রতিসম কার্বন পরমাণুবিশিষ্ট কোনো জৈব যৌগের একাধিক ত্রিমাত্রিক গঠনকাঠামোর পর দর্পণে প্রতিবিম্ব হলে তখন ওই ভিন্ন গঠনের সমানুগুলো আলোক সক্রিয় হয়ে থাকে। এ কারণে ল্যাকটিক অ্যাসিড আলোক সমানুক।

লেখক: মো. আব্দুল মোত্তালেব

সহকারী অধ্যাপক

বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত