Ajker Patrika

৪ স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০: ১৪
৪ স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা

ঢাকার ধামরাইয়ে চার ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার ধামরাইয়ে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে, আর ওইদিনই এ হামলার ঘটনা ঘটে। এক প্রার্থীর ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়ার বানিশ্বর পশ্চিমপাড়া এলাকায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের ওপর হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলীর সমর্থকেরা।

বুধবার বিকেলে রোয়াইল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম সামসুদ্দিন মিন্টুর কার্যালয়ে নৌকার লোকজন হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন খানের লোকজন পিস্তল বের করে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও আবুল কালাম অভিযোগ করেন।

এদিকে বালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম নান্নুর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে।

এ ছাড়া গাঙ্গুটিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের কর্মীদের মারধর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের মোল্লার কর্মীদের বিরুদ্ধে।

সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেনের ওপর হামলার ঘটনায় আব্দুল আজিজ (৩৫) নামের এক নৌকার সমর্থককে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে ধামরাইয়ের কালামপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলীকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) নির্মল কুমার দাশ বলেন, ‘সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে আজিজকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত