Ajker Patrika

সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৪: ৩৬
সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

নওগাঁর রাণীনগরে সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক প্রার্থীসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদের নওগাঁ সদর হাসপাতাল ও আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামতা গ্রামে ঘটনাটি ঘটেছে।

আহত প্রার্থীর নাম আজাদুল ইসলাম (৪১)। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পারইল ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার (সাধারণ সদস্য) পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আহত প্রার্থী আজাদুল ইসলাম বলেন, গত সোমবার বিকেলে তিনি কর্মী-সমর্থক নিয়ে পুরো ওয়ার্ডে একটি মিছিল বের করেন। মিছিল শেষে রাত সাড়ে ৯টার দিকে কামতা গ্রামে মসজিদের সামনে পৌঁছালে প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মিজানুর রহমান ও তাঁর সমর্থকেরা হামলা চালায়। এতে প্রার্থী আজাদুল এবং তাঁর সমর্থক কামতা গ্রামের ইয়াছিন আলী (৫২), ইয়াদুল (২৩), সাফি (২৪) ও জামিল হোসেন (৩৫) আহত হন। আহতদের রাতে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান বলেন, তাঁর কর্মী-সমর্থকরাও মিছিল শেষ করলে আজাদুল ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালিয়ে মারপিট করেছে। এতে কামতা গ্রামের তাঁর কর্মী-সমর্থক ইয়াছিন (৫৫), মোহাম্মদ আলী (৫২) ও সিদ্দিকুর রহমান (৬০) আহত হয়েছেন। আহতদের রাতে আদমদীঘি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা নিয়ে তাঁরা বাড়িতে আসেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় এক পক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত