আজাদুল আদনান, ঢাকা
চাঁদপুরের হাজীগঞ্জে একটি টেইলার্সে দুই বছরের বেশি সময় ধরে কাজ করছে ১৬ বছরের সম্রাট। টেইলার্সের মালিক শাজাহান দুই ডোজের টিকা নিয়েছেন। কিন্তু সঙ্গে জন্মসনদ না থাকায় টিকা পায়নি সম্রাট। রাজধানী ঢাকার বনশ্রীতে একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করে বগুড়া থেকে আসা কিশোর আশিকুর রহমান ও আজিজুল হাকিম। একই সমস্যার কারণে তারাও টিকা নিতে পারেনি বলে জানান ওয়ার্কশপের মালিক জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে গত বছরের শেষ দিকে আমি টিকা নিয়েছি। তাদের (তাঁর দুই কর্মচারীর) জন্মসনদ দেশের বাড়িতে থাকায় টিকা নিতে পারেনি। শিশুদের জন্য টিকার ব্যবস্থা আরও সহজ করলে ভালো হয়।
দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের অধিকাংশই এখন টিকার আওতায়। গত বুধবার ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু সম্রাট ও আজিজুলদের মতো লাখ লাখ শিশু-কিশোর এখনো টিকার বাইরে, যারা রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে কলকারখানা, টেইলার্সসহ নানা পেশায় জড়িত। এদের খুব নগণ্য একটা অংশ টিকা নিতে পারলেও সিংহভাগ টিকার বাইরে। শিশুশ্রমিকেরা টিকা না পাওয়ার পেছনে উদ্যোগহীনতাকেই দায়ী করছেন শ্রমিক সংস্থা ও সংগঠনগুলোর নেতারা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বলছে, দেশে শিশুশ্রমিকের সংখ্যা ৩৪ লাখ ৫০ হাজারের মতো। বিপুলসংখ্যক এই শিশুদের মধ্যে কত শতাংশ টিকা পেয়েছে—এমন কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই।
সংস্থাটির নির্বাহী সদস্য শাকিল আখতার চৌধুরী বলেন, শ্রমিকদের করোনা টিকাদানে সরকার পিছিয়ে, বিশেষ করে শিশুশ্রমিকদের ক্ষেত্রে। অথচ একই বয়সী স্কুলশিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটা বৈষম্য। আমরা বলেছিলাম, পুরো শ্রমিকশ্রেণির জন্য যেন আলাদা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সেটি আমলে নেওয়া হয়নি।
সরকারের জাতীয় টিকা বণ্টন কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, আমরা কোনো বৈষম্য করিনি। শিক্ষার্থীদের পাশাপাশি ১২ বছরের বেশি বিভিন্ন পেশায় জড়িত শিশুরা যাতে টিকা পায়, সেই ব্যবস্থা নিয়েছি। টিকাদান শুরুর পর দোকান মালিক সমিতি, কারখানা মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বারবার বলা হয়েছে। শুরুর দিকে অনেক শিশুকে টিকা নিতেও দেখেছি। কিন্তু অনেকে নানা সমস্যায় এখনো নিতে পারেনি।
সরকারি হিসাবে দেশে গত বুধবার পর্যন্ত ১১ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ৬২০ জন মানুষ দুই ডোজ টিকা নিয়েছে। এর মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী টিকা নেওয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৪৪ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ১৩ লাখ প্রথম ডোজ পেলেও এখনো দ্বিতীয় ডোজ পায়নি। ১২ বছরের বেশি বয়সী শিশুদের মধ্যে শিক্ষার্থীদের বাইরে কতজন টিকা পেয়েছে, তার কোনো পরিসংখ্যান নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে।
১২ বছরের বেশি বয়সী শিশুদের মধ্যে কী পরিমাণ এখনো টিকার বাইরে জানতে চাইলে তিনি বলেন, এ বয়সের সব শিক্ষার্থী দুই ডোজের টিকা নিয়েছে। দ্বিতীয় ডোজ না নেওয়া প্রায় ১৩ লাখ শিশুর অধিকাংশই বিভিন্ন পেশার। এ ছাড়া কোনো টিকাই নেয়নি এমন শিশু আরও কয়েক লাখ আছে। সব মিলিয়ে টিকা না নেওয়া শিশুর সংখ্যা ২০ লাখের মতো হবে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলছেন, শ্রমিকদের ক্ষেত্রে কেবল পরিবহন ও গার্মেন্টস কর্মীদের প্রাধান্য দেওয়া হয়। কিন্তু শিশুশ্রমিকদের টিকা দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাণরসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান বলেন, টিকাদানে শিক্ষার্থী ও শিশুশ্রমিকের মাঝে কোনো বৈষম্য থাকা কখনই উচিত নয়। যেখানে টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে, সেখানে টিকা নেওয়া না থাকলে তো ঝুঁকি আরও বাড়বে। আমরা দেখছি, ১৪ বছরের একজন শিক্ষার্থী হওয়ায় টিকা নিতে পারলেও শ্রমিক হওয়ায় একই বয়সের অন্যজন টিকা পায়নি, এটা দুঃখজনক।
চাঁদপুরের হাজীগঞ্জে একটি টেইলার্সে দুই বছরের বেশি সময় ধরে কাজ করছে ১৬ বছরের সম্রাট। টেইলার্সের মালিক শাজাহান দুই ডোজের টিকা নিয়েছেন। কিন্তু সঙ্গে জন্মসনদ না থাকায় টিকা পায়নি সম্রাট। রাজধানী ঢাকার বনশ্রীতে একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করে বগুড়া থেকে আসা কিশোর আশিকুর রহমান ও আজিজুল হাকিম। একই সমস্যার কারণে তারাও টিকা নিতে পারেনি বলে জানান ওয়ার্কশপের মালিক জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে গত বছরের শেষ দিকে আমি টিকা নিয়েছি। তাদের (তাঁর দুই কর্মচারীর) জন্মসনদ দেশের বাড়িতে থাকায় টিকা নিতে পারেনি। শিশুদের জন্য টিকার ব্যবস্থা আরও সহজ করলে ভালো হয়।
দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের অধিকাংশই এখন টিকার আওতায়। গত বুধবার ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু সম্রাট ও আজিজুলদের মতো লাখ লাখ শিশু-কিশোর এখনো টিকার বাইরে, যারা রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে কলকারখানা, টেইলার্সসহ নানা পেশায় জড়িত। এদের খুব নগণ্য একটা অংশ টিকা নিতে পারলেও সিংহভাগ টিকার বাইরে। শিশুশ্রমিকেরা টিকা না পাওয়ার পেছনে উদ্যোগহীনতাকেই দায়ী করছেন শ্রমিক সংস্থা ও সংগঠনগুলোর নেতারা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বলছে, দেশে শিশুশ্রমিকের সংখ্যা ৩৪ লাখ ৫০ হাজারের মতো। বিপুলসংখ্যক এই শিশুদের মধ্যে কত শতাংশ টিকা পেয়েছে—এমন কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই।
সংস্থাটির নির্বাহী সদস্য শাকিল আখতার চৌধুরী বলেন, শ্রমিকদের করোনা টিকাদানে সরকার পিছিয়ে, বিশেষ করে শিশুশ্রমিকদের ক্ষেত্রে। অথচ একই বয়সী স্কুলশিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটা বৈষম্য। আমরা বলেছিলাম, পুরো শ্রমিকশ্রেণির জন্য যেন আলাদা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সেটি আমলে নেওয়া হয়নি।
সরকারের জাতীয় টিকা বণ্টন কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, আমরা কোনো বৈষম্য করিনি। শিক্ষার্থীদের পাশাপাশি ১২ বছরের বেশি বিভিন্ন পেশায় জড়িত শিশুরা যাতে টিকা পায়, সেই ব্যবস্থা নিয়েছি। টিকাদান শুরুর পর দোকান মালিক সমিতি, কারখানা মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বারবার বলা হয়েছে। শুরুর দিকে অনেক শিশুকে টিকা নিতেও দেখেছি। কিন্তু অনেকে নানা সমস্যায় এখনো নিতে পারেনি।
সরকারি হিসাবে দেশে গত বুধবার পর্যন্ত ১১ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ৬২০ জন মানুষ দুই ডোজ টিকা নিয়েছে। এর মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী টিকা নেওয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৪৪ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ১৩ লাখ প্রথম ডোজ পেলেও এখনো দ্বিতীয় ডোজ পায়নি। ১২ বছরের বেশি বয়সী শিশুদের মধ্যে শিক্ষার্থীদের বাইরে কতজন টিকা পেয়েছে, তার কোনো পরিসংখ্যান নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে।
১২ বছরের বেশি বয়সী শিশুদের মধ্যে কী পরিমাণ এখনো টিকার বাইরে জানতে চাইলে তিনি বলেন, এ বয়সের সব শিক্ষার্থী দুই ডোজের টিকা নিয়েছে। দ্বিতীয় ডোজ না নেওয়া প্রায় ১৩ লাখ শিশুর অধিকাংশই বিভিন্ন পেশার। এ ছাড়া কোনো টিকাই নেয়নি এমন শিশু আরও কয়েক লাখ আছে। সব মিলিয়ে টিকা না নেওয়া শিশুর সংখ্যা ২০ লাখের মতো হবে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলছেন, শ্রমিকদের ক্ষেত্রে কেবল পরিবহন ও গার্মেন্টস কর্মীদের প্রাধান্য দেওয়া হয়। কিন্তু শিশুশ্রমিকদের টিকা দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাণরসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান বলেন, টিকাদানে শিক্ষার্থী ও শিশুশ্রমিকের মাঝে কোনো বৈষম্য থাকা কখনই উচিত নয়। যেখানে টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে, সেখানে টিকা নেওয়া না থাকলে তো ঝুঁকি আরও বাড়বে। আমরা দেখছি, ১৪ বছরের একজন শিক্ষার্থী হওয়ায় টিকা নিতে পারলেও শ্রমিক হওয়ায় একই বয়সের অন্যজন টিকা পায়নি, এটা দুঃখজনক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪