শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনটি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন। তবে শিক্ষার্থীরা চাইছেন, চাকরি থেকে তাঁর অপসারণ বা পদত্যাগ। এই এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন তাঁরা। ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়ে আলোচনায় আসা শিক্ষক ফারহানা ইয়াসমিন বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের’ শিক্ষক। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন। রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রথম বর্ষের ক্লাস চলাকালে ওই শিক্ষক চুল বড় রাখার বিষয়ে ছাত্রদের গালমন্দ করেন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পরীক্ষার মাঝে মাঝে এক দিন করে বিরতি চেয়ে আবেদন করেছিলেন শিক্ষার্থীরা। এ নিয়ে গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে ফারহানা ইয়াসমিনের বাগ্বিতণ্ডা হয়। তখন তিনি শিক্ষার্থীদের চুল কেটে পরদিন পরীক্ষার হলে যাওয়ার জন্য বলেছিলেন। পরদিন রোববার শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢোকার সময় আগে থেকেই দরজার সামনে ওই শিক্ষক কাঁচি হাতে দাঁড়িয়ে ছিলেন। যাঁদের চুল মুঠোর মধ্যে ধরা গেছে, তাঁদের মাথার সামনের বেশ খানিকটা চুল তিনি কাঁচি দিয়ে কেটে দেন। সবার সামনে এভাবে তাঁদের লাঞ্ছিত করার পর ওই শিক্ষক জোর করে তাঁদের পরীক্ষা দিতে বাধ্য করেন।
এ ঘটনায় নাজমুল হাসান তুহিন নামের এক ছাত্র লজ্জায়, অপমানে শাহ মখদুম ছাত্রাবাসে নিজের কক্ষে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সহপাঠীরা টের পেয়ে তাঁকে অচেতন অবস্থায় প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ছাত্রের আত্মহত্যার চেষ্টার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে সোমবার রাতে তাঁর সহপাঠীরা শিক্ষক ফারহানার অপসারণ দাবিতে আন্দোলন শুরু করেন। মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। গতকাল থেকে তাঁরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। ওই শিক্ষক তিনটি দায়িত্ব ছাড়লেও তাঁরা চান শিক্ষকের স্থায়ী অপসারণ।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনটি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন। তবে শিক্ষার্থীরা চাইছেন, চাকরি থেকে তাঁর অপসারণ বা পদত্যাগ। এই এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন তাঁরা। ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দিয়ে আলোচনায় আসা শিক্ষক ফারহানা ইয়াসমিন বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের’ শিক্ষক। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন। রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রথম বর্ষের ক্লাস চলাকালে ওই শিক্ষক চুল বড় রাখার বিষয়ে ছাত্রদের গালমন্দ করেন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পরীক্ষার মাঝে মাঝে এক দিন করে বিরতি চেয়ে আবেদন করেছিলেন শিক্ষার্থীরা। এ নিয়ে গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে ফারহানা ইয়াসমিনের বাগ্বিতণ্ডা হয়। তখন তিনি শিক্ষার্থীদের চুল কেটে পরদিন পরীক্ষার হলে যাওয়ার জন্য বলেছিলেন। পরদিন রোববার শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢোকার সময় আগে থেকেই দরজার সামনে ওই শিক্ষক কাঁচি হাতে দাঁড়িয়ে ছিলেন। যাঁদের চুল মুঠোর মধ্যে ধরা গেছে, তাঁদের মাথার সামনের বেশ খানিকটা চুল তিনি কাঁচি দিয়ে কেটে দেন। সবার সামনে এভাবে তাঁদের লাঞ্ছিত করার পর ওই শিক্ষক জোর করে তাঁদের পরীক্ষা দিতে বাধ্য করেন।
এ ঘটনায় নাজমুল হাসান তুহিন নামের এক ছাত্র লজ্জায়, অপমানে শাহ মখদুম ছাত্রাবাসে নিজের কক্ষে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সহপাঠীরা টের পেয়ে তাঁকে অচেতন অবস্থায় প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ছাত্রের আত্মহত্যার চেষ্টার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে সোমবার রাতে তাঁর সহপাঠীরা শিক্ষক ফারহানার অপসারণ দাবিতে আন্দোলন শুরু করেন। মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। গতকাল থেকে তাঁরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। ওই শিক্ষক তিনটি দায়িত্ব ছাড়লেও তাঁরা চান শিক্ষকের স্থায়ী অপসারণ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪