Ajker Patrika

টিকা নিয়ে খুশি শিক্ষার্থীরা

কয়রা প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ৪৮
টিকা নিয়ে খুশি শিক্ষার্থীরা

কয়রায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা (প্রথম ডোজ) দেওয়া শুরু হয়েছে। কোনও ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার স্বাস্থ্য বিভাগ ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সোমবার থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। এ টিকা কার্যক্রম চলবে এক সপ্তাহব্যাপী।

উপজেলার ১৬ হাজারের বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। প্রথম দিনে উপজেলার আমাদী জায়গিরমহল তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও চণ্ডীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৯০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সকাল ৯টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টিকা নিতে আসছে শিক্ষার্থীরা। শীতাতপ নিয়ন্ত্রিত দুইটি কক্ষে টিকা দেওয়ায় হচ্ছে। একটি কক্ষে ছেলেদের অন্যটি মেয়েদের। প্রতিবার একসঙ্গে দুই কক্ষে ২০ জন শিক্ষার্থীকে টিকা দিতে দেখা যায়।

টিকা নেওয়ার পর আমাদী জায়গিরমহল তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী দীপ কুমার জানান, কোন ঝামেলা ছাড়া করোনা ভাইরাসের টিকা নিতে পেরে খুবই আনন্দিত। এত দিন মনের ভেতর করোনা নিয়ে যে ভয়টা ছিল, তা আর এখন সেভাবে কাজ করছে না। নতুন উদ্যমে এখন থেকে স্কুলে আসতে পারব।

অষ্টম শ্রেণির ছাত্রী সোহানা খাতুন জানান, প্রথমে টিকা নিতে ভয় করছিল কিন্তু টিকা নেওয়ার পর দেখলাম ভয়ের কোন কারণ নেই। ইনজেকশনের সুচ ঢোকানোর সময় একটু ব্যথা লেগেছিল। পরে আর ব্যথা নেই। আমাদী জায়গিরমহল তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার সানা বলেন, করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য সরকার যে কার্যক্রম শুরু করেছে, তা সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য। এতে করে শিক্ষার্থীরা আরও সুরক্ষিত থাকবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ বলেন, স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত