Ajker Patrika

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মানববন্ধন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ২৮
Thumbnail image

গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ দুর্নীতি মুক্ত করতে ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মানববন্ধন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা ও এলাকাবাসী। গতকাল শনিবার দুপুর ১২টায় গাংনী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘ফিরিয়ে দাও আমার গৌরবময় হাইস্কুল’ সংগঠনের আহ্বায়ক বিপুল আল ফারুক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফজলুল হক ফজল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামচ্ছুজ্জামান মঙ্গল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেচ, কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ষোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর নবীর উদ্দীন, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকলেচুর রহমান স্বপন, পৌর কৃষক লীগের সহসভাপতি আলাল উদ্দীন রেন্টু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত