Ajker Patrika

কুল চাষে লাখপতি যুবক

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৩
কুল চাষে লাখপতি যুবক

অভয়নগরে কুল চাষ করে লাখপতি হয়েছেন উপজেলার পুড়াখালী গ্রামের মো. বুলবুল গাজী নামের এক যুবক। দুই বছর আগে এক বিঘা জমিতে করা কুলবাগান থেকে অর্জিত টাকায় ভাগ্যের চাকা ফিরেছেন এ যুবকের।

বুলবুল গাজী বলেন, ‘২ বছর আগে ১ বিঘা জমি ইজাড়া নিয়ে ২৫ হাজার টাকা খরচ করে কুল চাষ শুরু করি। এ বাগান থেকে গত বছর ১ লাখ ৬০ হাজার টাকার কুল বিক্রি করেছি। এবার ইতিমধ্যে ২ লাখ টাকার কুল বিক্রি করেছি। বাগানে এখনো ৬০-৭০ হাজার টাকার কুল রয়েছে।’ তিনি আরও জানান, কুলের জমিতে গোবর সার ও রাসায়নিক সারের সঙ্গে ৪-৫ বার পানি দিতে হয়। পোকার আক্রমণ থেকে বাঁচাতে কুলের ফুল আসার আগেই কীটনাশক দিতে হয়।

বুলবুল গাজী আরও জানান, দুই বছরে সব মিলিয়ে কুল বাগানে প্রায় ৩৫ হাজার টাকা খরচ করেছেন। গত বছর এবং এ বছর মিলে প্রায় ৪ লাখ টাকার বেশি কুল বিক্রি করেছেন। দুই বছরে লাভ পেয়েছেন ৩ লাখ ৭০ হাজার টাকা। তবে তিনি আক্ষেপের সঙ্গে বলেন, ‘মূলধন কম থাকায় আমি বেশি জমিতে চাষ করতে পারছি না। ব্যাংক থেকে লোনের জন্য কৃষি কর্মকর্তার চিঠি নিয়ে গেলেও ব্যাংক থেকে লোন পাইনি। একটি লোনের ব্যবস্থা হলে আরও ভালোভাবে কুলসহ অন্যান্য ফল-ফসলের চাষ করতে পারতাম।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুলবুলের সফলতা দেখে এই এলাকা ছাড়াও অন্যান্য গ্রামের চাষিরা নিজ উদ্যোগে কুল বাগান করছেন। কুলবাগান থেকে অন্যান্য কৃষকেরাও লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার ৫০ হেক্টর জমিতে বরই এবং কুলের আবাদ হয়েছে। এ অঞ্চলে আপেল কুল, বাউকুল, বল সুন্দরী কুল চাষের প্রচলন ছিল। কিন্তু বেশ কয়েক বছর ধরে টক কুলের বাণিজ্যিক চাহিদা বেড়েছে। নতুন করে কেউ বাগান করতে চাইলে উন্নত জাতের কুলের চারা এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুল চাষের অনুকূল পরিবেশ থাকায় এবং কম খরচে বেশি লাভবান হওয়া যায় বলে এ অঞ্চলের বেশির ভাগ কৃষক কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন। এ ছাড়া এ অঞ্চলের বেশির ভাগ ঘের মালিক ঘেরের পাড়ে কুল চাষ করছেন

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, ‘অল্প খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের মধ্যে কুল চাষের আগ্রহ বেড়েছে। আমরা এ অঞ্চলের কুলচাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত