Ajker Patrika

বঙ্গবন্ধু সমবায় বিপ্লবের ডাক দিয়েছিলেন

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ৪৬
বঙ্গবন্ধু সমবায় বিপ্লবের ডাক দিয়েছিলেন

সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের শক্তিশালী মাধ্যম সমবায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় বিপ্লবের ডাক দিয়ে সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন।

জাতীয় সমবায় দিবস উপলক্ষে গতকাল শনিবার মিঠাপুকুরে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাংসদ আশিকুর এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

সাংসদ আশিকুর মিঠাপুকুরে সমবায় কার্যক্রম জোরদার করে অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার জন্য সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি সমবায়ীদের অভিনন্দন জানিয়ে গ্রামের প্রতিটি পরিবারকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করার কথা বলেন।

অনুষ্ঠানে সমবায়ে সফলতা অর্জন এবং করোনা পরিস্থিতিতে অসহায় মানুষকে সহায়তা করায় কয়েকজন সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত, নারী ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন, সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলাম, শিশুবিষয়ক কর্মকর্তা এম এ ওয়াহেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত