নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সরকারি আরেক প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের কাছে এই ক্ষতিপূরণ দাবি করেছে সমুদ্রগামী জাহাজ পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বিএসসি।
জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে বিএসসি ছয়টি জাহাজ কেনে। যার মধ্যে তিনটি অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক বা খোলা পণ্যবাহী জাহাজ। এই খোলা জাহাজের একটি হচ্ছে ‘বাংলার সমৃদ্ধি’। চীন থেকে প্রায় ৩০০ কোটি টাকায় কেনার পর ২০১৮ সালে জাহাজটি শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত বলেন, ‘জাহাজটির যে পরিমাণ ইনস্যুরেন্স কভারেজ ছিল, সেই পরিমাণ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সব নিয়মকানুন মেনেই আমরা বিমা দাবি করেছি। বিমা কোম্পানি প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে দাবি পরিশোধ করবে।’
সাধারণ বীমা করপোরেশনের পুনঃবিমা বিভাগের জেনারেল ম্যানেজার ওয়াসিমুল হক আজকের পত্রিকাকে বলেন, ইউক্রেনে রকেট হামলায় পরিত্যক্ত ঘোষণা করা জাহাজ বাংলার সমৃদ্ধির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বিএসসি। তাদের দাবি অনুযায়ী সার্ভে করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে অলভিয়া বন্দরে নোঙর করা অবস্থায় রকেট হামলার শিকার হয় ‘বাংলার সমৃদ্ধি’। এতে জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় আর জাহাজটিতে কর্মরত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরে জাহাজটির ২৮ জন নাবিককে নিরাপদে সরিয়ে রোমানিয়ায় নেওয়া হয়। ১০ মার্চ দুপুরে তাঁদের নিরাপদে বাংলাদেশে আনা হয়।
সূত্র জানায়, জাহাজটি ডেনমার্কের চার্টারার ডেল্টা করপোরেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী ভাড়া দিয়েছিল বিএসসি।
ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সরকারি আরেক প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের কাছে এই ক্ষতিপূরণ দাবি করেছে সমুদ্রগামী জাহাজ পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বিএসসি।
জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে বিএসসি ছয়টি জাহাজ কেনে। যার মধ্যে তিনটি অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক বা খোলা পণ্যবাহী জাহাজ। এই খোলা জাহাজের একটি হচ্ছে ‘বাংলার সমৃদ্ধি’। চীন থেকে প্রায় ৩০০ কোটি টাকায় কেনার পর ২০১৮ সালে জাহাজটি শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত বলেন, ‘জাহাজটির যে পরিমাণ ইনস্যুরেন্স কভারেজ ছিল, সেই পরিমাণ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সব নিয়মকানুন মেনেই আমরা বিমা দাবি করেছি। বিমা কোম্পানি প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে দাবি পরিশোধ করবে।’
সাধারণ বীমা করপোরেশনের পুনঃবিমা বিভাগের জেনারেল ম্যানেজার ওয়াসিমুল হক আজকের পত্রিকাকে বলেন, ইউক্রেনে রকেট হামলায় পরিত্যক্ত ঘোষণা করা জাহাজ বাংলার সমৃদ্ধির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বিএসসি। তাদের দাবি অনুযায়ী সার্ভে করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে অলভিয়া বন্দরে নোঙর করা অবস্থায় রকেট হামলার শিকার হয় ‘বাংলার সমৃদ্ধি’। এতে জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় আর জাহাজটিতে কর্মরত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরে জাহাজটির ২৮ জন নাবিককে নিরাপদে সরিয়ে রোমানিয়ায় নেওয়া হয়। ১০ মার্চ দুপুরে তাঁদের নিরাপদে বাংলাদেশে আনা হয়।
সূত্র জানায়, জাহাজটি ডেনমার্কের চার্টারার ডেল্টা করপোরেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী ভাড়া দিয়েছিল বিএসসি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫