Ajker Patrika

দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১: ১৬
দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

লালমনিরহাটে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে মো. সাহিদুর ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা এলাকা-সংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুবেল রানা। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করেন তিনি।

এদিকে গোকুন্ডা এলাকার ২০ থেকে ২৫টি ট্রাকে করে প্রতিদিন অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা এই অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় চর গোকুন্ডা এলাকার মো. সাহিদুর ইসলাম ও জাহাঙ্গীর আলমকে মাটি ব্যবস্থাপনা আইনে ওই টাকা জরিমানা করা হয়।

লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, ‘অনেক দিন ধরে রাতে তিস্তা নদী থেকে বালু তোলার অভিযোগ রয়েছে। তাই অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি দুটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে ট্রাক্টরের মালিক না থাকায় তাতে থাকা চালক ও সহযোগীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।’

ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘ভাঙনকবলিত প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাটে বালুমহল না থাকলেও অবৈধভাবে একটি চক্রটি বালু তুলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত