Ajker Patrika

মুজিবনগরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৮
Thumbnail image

মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মুজিবনগর পুলিশ। গত বুধবার দিনগত রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন–হক সাহেব (৩৫) ও লিটন (২৮)। এর মধ্যে হক সাহেব চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হুদা পাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে লিটনের বাড়ি মুজিবনগর থানার জয়পুর গ্রামে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম বলেন, ‘বুধবার রাতে তারানগর কবরস্থান মোড়ে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদ পায় পুলিশ। এই গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে এসআই ইকবাল, প্রসেনজিৎ, নাজমুলের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৩১ বোতল ফেনসিডিলসহ হক সাহেবকে হাতেনাতে আটক করা হয়।’

ওসি বলেন, ‘একইভাবে তারানগর গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে রাত সাড়ে বারোটার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় জয়পুর চৌরাস্তার মোড় ৫০০ গ্রাম গাঁজাসহ লিটনকে হাতেনাতে আটক করা হয়।’

আব্দুল হাশেম জানান, পৃথক মামলা আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত