Ajker Patrika

গরুকে পাশ দিতে গিয়ে ট্রাকের চাপায় নিহত ১

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০: ০১
গরুকে পাশ দিতে গিয়ে ট্রাকের চাপায় নিহত ১

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় গরুকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসান নামের এক ব্যক্তি মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী পদে কর্মরত কর্মকর্তা ছিলেন।

মেহেদী হাসান (৩০) স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা অফিসে কর্মরত অফিস সহকারী। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা সদরের মো. শহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, গতকাল সকালে মেহেদী হাসান ঢাকার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা হন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মহিষলুটি এলাকায় এলে একটি গরু মহাসড়ক পার হচ্ছিল। আর সে গরুকে পাশ দিতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় সিরাজগঞ্জ দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মেহেদী হাসানের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

মো. লুৎফর রহমান জানান, নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত