Ajker Patrika

তিমির নন্দীর সুরে গাইলেন অনন্যা

তিমির নন্দীর সুরে গাইলেন অনন্যা

রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ থেকে উঠে আসা সংগীতশিল্পী অনন্যা আচার্য্য। এখন পর্যন্ত অনেকের সুরেই গান গেয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো গাইলেন তিমির নন্দীর সুরে। বাংলাদেশ বেতারে প্রচারের লক্ষ্যে গত মঙ্গলবার গানটিতে কণ্ঠ দিয়েছেন অনন্যা। গানের কথা লিখেছেন সৈয়দ তৌফিক জুহরী।

গানটি নিয়ে তিমির নন্দী বলেন, ‘মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বেতারের হোম সার্ভিসে আমার সুর ও সংগীত পরিচালনায় একটি আধুনিক গানে কণ্ঠ দিয়েছে নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী অনন্যা। খুব ভালো গেয়েছে সে। গানের কথা লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ তৌফিক জুহরী। গানের রিদম করেছেন বিদ্যুৎ রায় ও সংগীতায়োজন করেছেন দেবা পাল, শব্দ ধারণ করেছেন রিংকু ভট্টাচার্য্য।’

তিমির নন্দীর সুরে গান গেয়ে নিজের অনুভূতি জানিয়ে অনন্যা বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে তিমির নন্দী স্যারের সুরে গাইতে পেরেছি। স্যার আমাকে ভীষণ স্নেহ করেন, ভালোবাসেন। তাঁর মতো গুণীজনের সান্নিধ্য পাওয়া যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের, ভালোলাগার। চেষ্টা করেছি গীতিকবিতা বুঝে বুঝে আবেগ দিয়ে গানটি গাইতে। তিমির নন্দী স্যার বলেছেন ভালো হয়েছে। এখন অপেক্ষায় আছি শ্রোতাদের মন্তব্য শোনার জন্য। ধন্যবাদ স্যারকে আমাকে একটি চমৎকার গান গাইবার সুযোগ করে দেবার জন্য।’ 
গানটি শিগগিরই বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত