Ajker Patrika

টরকি বন্দরে ডাকাতির ঘটনায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১০: ১৮
টরকি বন্দরে ডাকাতির  ঘটনায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

গৌরনদী উপজেলার টরকিতে ডাকাতির সময় ব্যবহৃত পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা-পুলিশ।

গতকাল রোববার দুপুরের থানা কম্পাউন্ডে সংবাদ সম্মেলনে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদারের লিখিত বক্তব্য থেকে জানা যায়, টরকি বন্দরে গণডাকাতির ঘটনায় রিমান্ডে থাকা আসামি উপজেলার পূর্বতরকা গ্রামের সোহরাব হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্য এবং দেখানো মতে গত শনিবার রাতে টরকি বন্দরের গণ-শৌচাগারের দক্ষিণ পাশের জঙ্গল থেকে দেশে তৈরি একটি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল, ৪টি রাম দা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেনসহ অন্য কর্মকর্তারা।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত