Ajker Patrika

খুবির সঙ্গে কাজ করবে ব্রিটিশ কাউন্সিল

খুবি প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ২৬
খুবির সঙ্গে কাজ করবে ব্রিটিশ কাউন্সিল

শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। শনিবার দুপুরে খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা বিষয়ক পরিচালক ডেভিড মেনার্ড এমন আগ্রহ প্রকাশ করেন।

ডেভিড মেনার্ডের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করে।

এ সময় ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইংরেজি ল্যাঙ্গুয়েজসহ শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণের সম্ভাব্য দিক নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেন।

উপাচার্য তাঁদের খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘বিশ্বমানের শিক্ষা ও গবেষণার লক্ষ্য অর্জনে খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্বের উন্নত যে কোনো বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহী। তিনি যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক, ছাত্র বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য এ সময় তাঁর লিখিত একটি গবেষণা গ্রন্থ প্রতিনিধিদলের সদস্যদের উপহার দেন।

প্রতিনিধিদল ব্রিটিশ লাইব্রেরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক্সেস, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়, ইংরেজি ল্যাঙ্গুয়েজসহ শিক্ষার কয়েকটি দিক এবং আগামী ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইন্টারন্যাশনাল সেমিনারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে স্মারক উপহার উপাচার্যের হাতে তুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত