Ajker Patrika

মহিলা দলের সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৪: ১০
মহিলা দলের সম্মেলন

লালমনিরহাট জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। এতে জিন্নাত আরা রোজীকে সভাপতি, আন্জুমান আরা শাপলাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জিন্নাত আরা রোজীর সভাপতিত্বে এই সম্মেলন হয়।

জেলা মহিলা দলের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সম্মেলন উদ্বোধক ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস, প্রধান বক্তা সুলতানা আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবি, কেন্দ্রীয় মহিলা দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, সাইদা রহমান জোস্না, রোজিনা ইসলাম, মমতাজ হোসেন লিপি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস জেলা মহিলা দলের আংশিক মহিলা দলের কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি সম্পাদক ছাড়াও নুপুরকে সহসভাপতি ও বেলিকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত