Ajker Patrika

ঈদ ঘিরে বাসে অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৯: ৫৫
ঈদ ঘিরে বাসে অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা

ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে ভোক্তা অধিদপ্তর কুমিল্লা। তা ছাড়া প্রতিটি বাস কাউন্টারে ভাড়ার তালিকা ঝোলানোসহ নানা বিষয়ে তদারকি ও বাস মালিকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

গতকাল বুধবার নগরীর শাসনগাছা এশিয়া, তিশা, কুমিল্লা ট্রান্সপোর্ট, পাপিয়া, জনতা, একতা ও সততা বাস কাউন্টারে তদারকি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর কুমিল্লা।

এ সময় অভিযানের পাশাপাশি বাস মালিকদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এ তদারকি কার্যক্রম চলে। এ সময় ওই এলাকার এশিয়া, তিশা, কুমিল্লা ট্রান্সপোর্ট, পাপিয়া, জনতা, একতা ও সততা বাস কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা আছে কিনা যাচাই করা হয়। ঈদকে সামনে রেখে কোনোক্রমেই সরকারের নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না বলে সতর্ক করা হয় এবং পরিবহন মালিক সমিতির শাসনগাছা কার্যালয়ে মতবিনিময় সভা হয়।

তা ছাড়া ভোক্তা অধিদপ্তর শাসনগাছা এলাকায় ভোক্তাকে ওজনে কম দেওয়ায় শাহজালাল ফুডকে পাঁচ হাজার টাকা, বিসমিল্লাহ ফল বিতানকে দুই হাজার টাকা এবং ফার্মেসিতে অননুমোদিত পণ্য রাখার অপরাধে জয় মেডিকেল হলকে চার হাজার টাকাসহ ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে মোট তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনায় অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রহিম এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা দেয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যে যার মতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে থাকেন। তাই তাঁদের আগে থেকেই সতর্ক করা হয়েছে। সভা করা হয়েছে পরিবহন সংগঠনের নেতাদের সাথে। সভায় শ্রমিক-মালিক সংগঠনের নেতারা সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করবেন না বলে অঙ্গীকার করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত