Ajker Patrika

দুই ইউপিতে ভোট আজ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ১৯
দুই ইউপিতে ভোট আজ

মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ ভোট। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন। নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

জানা গেছে, কাঁঠালবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ৪ ও বন্দরখোলা ইউপিতে ৭ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাঁঠালবাড়িতে ইলিয়াছ আকন (হাত পাখা), মোতাহার হোসেন বেপারী (মোটরসাইকেল), মোহসেন উদ্দিন (আনারস), মো. সেলিম হাওলাদার (চশমা) প্রতীকে লড়ছেন। আর বন্দরখোলাতে আব্দুর রাজ্জাক হাওলাদার (হাত পাখা) আব্দুর রহমান খান (ঘোড়া), নিজাম উদ্দিন আহমেদ (অটোরিকশা), মোহাম্মদ আজহারুল ইসলাম (টেলিফোন), মোহাম্মদ নবেল শিকদার (আনারস), মো. ফয়জল খান (চশমা) ও মো. মিজানুর রশিদ শিকদার (মোটরসাইকেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই ইউপিতে ১৮ ওয়ার্ডের ৮৩টি কক্ষে নেওয়া হবে ভোট। মোট ভোটার ২৫ হাজার ২৪ জন।

ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মঙ্গলবার সকাল থেকে মাঠে নেমেছে বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন সুষ্ঠু করতে ৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান বলেন, ‘সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত