Ajker Patrika

নৌকা-সমর্থকদের ওপর হামলা, আহত ২

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮
Thumbnail image

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মণপুরে পরাজিত প্রার্থীর সমর্থকেরা নৌকা প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করেছেন বলে খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে দুজন আহত হন এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার অনুষ্ঠিত চাঁদভা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রার্থী সাইফুল ইসলাম কামাল বিপুল ভোটে জয়লাভ করেন। এতে তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান টুটুল ও তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে গত মঙ্গলবার নৌকা প্রার্থী সাইফুল ইসলাম কামাল ও তাঁর কয়েকজন সমর্থক নিয়ে চাঁদভা ইউপির দিকে যাওয়ার পথে লক্ষ্মণপুর গোরস্থান মোড়ে এলে তাঁদের ওপর হামলা করা হয়।

এ বিষয়ে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন, ‘আমার ও কর্মীদের ওপর হামলা করেন পরাজিত প্রার্থী কামরুজ্জামান টুটুল ও তাঁর সমর্থকেরা। এ সময় তাঁদের মারধরে আওয়ামী লীগ নেতা মজনু ও যুবলীগ নেতা আজমত আহত হন। এ সময় আমার এক সমর্থকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান টুটুল বলেন, ঘটনার সময় তিনি নিজ বাড়িতে ছিলেন। তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কালাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিত শান্ত করে। ভাঙচুর করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত