Ajker Patrika

স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ৫২
স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শিমুল মিজিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত রোববার উপজেলার বিভিন্ন এলাকা ও কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে শিমুলের তিন সহযোগী ইজাজা হোসেন (২৩), সাব্বির হোসেন (২৪) ও লিপি বেগমকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে অভিযোগ করলে প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া যায়।

ওই রাতেই ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রেকর্ড করা হয়। পরে সোমবার কুমিল্লা ও ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল প্রধান আসামি শিমুল মিজির অবস্থান শনাক্ত করে চাঁদপুর লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত শনিবার স্কুল থেকে ফেরার পথে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করেন শিমুল ও তাঁর সহযোগীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত