Ajker Patrika

অনুমোদনহীন ক্লিনিকে নবজাতকের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৩: ১৭
অনুমোদনহীন ক্লিনিকে নবজাতকের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমতলা বাজারে অনুমোদনহীন হেলথ অ্যান্ড মেডিকেয়ার ক্লিনিকে এক প্রসূতির অপারেশনের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্বজনদের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসায় ওই নবজাতক মারা গেছে।

প্রসূতির নাম ঐশী খাতুন। তিনি উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের লাল স্কুলের এলাকার সাহাদুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, গত শনিবার বিকেলে হেলথ অ্যান্ড মেডিকেয়ার ক্লিনিকে ঐশীকে নিয়ে আসেন তাঁর বাবা আব্দুর রশীদ। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রাতে অপারেশন করা হয়। অপারেশনের দুই ঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয়। নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারের লোকজন জবাব চাইলে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায় ক্লিনিক কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঐশীর বাবা আব্দুর রশীদ বলেন, ‘অপারেশনের আগে আমার মেয়ের আলট্রাসনোগ্রাম করানো হয়, এর প্রতিবেদনে নবজাতক সুস্থ ছিল। অপারেশনের দুই ঘণ্টা পর আমাদের জানানো হয় নবজাতকটি মারা গেছে। সিজারের আগে ক্লিনিক কর্তৃপক্ষ স্বাক্ষর নিয়েছে, যাতে কোনো বাড়াবাড়ি করতে না পারি। ক্লিনিকের লোকজন বলেছেন, এটি দুর্ঘটনা, তাই ক্লিনিকের খরচ বাবদ আমাদের কোনো টাকা দিতে হবে না।’

এ বিষয়ে হেলথ অ্যান্ড মেডিকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর রবিউল আলম বলেন, ‘নবজাতকটি পেটেই মৃত ছিল। আমরা সিজার করে মৃত নবজাতক বের করি।’

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান নয়ন বলেন, ‘ওই ক্লিনিক কর্তৃপক্ষ আমাদের এখন পর্যন্ত কোনো কাগজপত্র জমা দেয়নি। যদি সমস্ত বৈধ কাগজপত্র ও চিকিৎসক থাকে, তাহলে তারা অপারেশন করতে পারবে। তবে আলট্রাসনোগ্রাম রিপোর্ট যদি ভালো হয়, তাহলে ওই নবজাতকের মৃত্যু হওয়ার কথা নয়।’

লালমনিরহাট জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, ‘হেলথ অ্যান্ড মেডিকেয়ারের কোনো কাগজপত্র আমাদের এখানে নেই। এটি এখনো অনুমোদন পায়নি।’

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত