Ajker Patrika

হাতুড়ি পেটার শিকার ছাত্রলীগকর্মীর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪২
Thumbnail image

গজারিয়ায় পাওনা ৪০০ টাকাকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের হাতুড়ি পেটায় সাজিদুল ইসলাম মিম (২২) নামে আহত এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত মিম উপজেলার হোসেন্দী এলাকার ইসমানিরচর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। এর আগে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হোসেন্দী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ছাত্রলীগকর্মী মিমকে আহত করে ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক সংগ্রাম মোল্লা ও তার লোকজন। ঘটনার আট দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মিমের মৃত্যু হয়।

মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বনভোজনে যাওয়ার জন্য ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক সংগ্রামের কাছ থেকে মিম ৪০০ টাকা ধার নেয়। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে মিম স্থানীয় নাজিরচর থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় পাওনা টাকার জেরে তার পথরোধ করেন সংগ্রাম মোল্লা (২৪) ও তার লোকজন। হামলায় সংগ্রাম ও তার সহযোগী আতাউর (২৭), সম্রাট (২২), তুষার (২০), সাব্বির (২২), নিজুম (২২), অপু (২২), আরজু (২০), শুভসহ (২০) অজ্ঞাতনামা আরও ১০-১২ জন অংশ নেয়।

হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, ‘সংগ্রাম, আতাউরসহ অভিযুক্তরা এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে চলেছে। বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের সরকারি কাজেও ওরা বাঁধা দেয়।’

গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন বলেন, ‘হামলার ঘটনায় পূর্বে একটি মামলা হয়েছিলো। সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত