Ajker Patrika

পরিবহনে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৭
পরিবহনে  চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত বুধবার দুপুরে উপজেলার তারাব এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজি চাঁদপুর জেলার সদরের ফতেহ জঙ্গিপুর এলাকার মৃত হাকিমের ছেলে।

গতকাল বৃহস্পতিবার র‍্যাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান এএসপি রিজওয়ান সাইদ জিকু। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে রাজিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও আদায়কৃত ৩ হাজার ১২০ টাকা জব্দ করা হয়। রাজি রূপগঞ্জে পরিবহন চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে তারাব এলাকায় বাসচালক ও হেলপারদের কাছ থেকে চাঁদা আদায় করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত