Ajker Patrika

মেয়েকে উত্ত্যক্ত থানায় বাবার অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ২৯
মেয়েকে উত্ত্যক্ত  থানায় বাবার অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়ায় সুমন মিয়া (২১) নামে এক বখাটের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্ত্যক্তের শিকার মেয়েকে সঙ্গে নিয়ে গতকাল মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মেয়েটির বাবা। অভিযুক্ত সুমনের বাড়ি উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাঁশাটি গ্রামে।

উত্ত্যক্তের শিকার ছাত্রী ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিদ্যালয়ের ওই ছাত্রীকে পাশের গড়াডোবা ইউনিয়নের বাঁশাটি গ্রামের সুমন মিয়া দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটিকে পথে ঘাটে প্রেমের প্রস্তাবও দিতেন তিনি।

বিষয়টি ছাত্রীর দরিদ্র অভিভাবকেরা সুমনের বাবা-মাকে একাধিকবার জানালেও কোনো কাজ হয়নি। এ ছাড়া অভিযুক্ত সুমন ছাত্রীটির বাড়ির মুঠোফোন নম্বর সংগ্রহ করে বারবার ফোন দিয়েও বিরক্ত করতেন। এ অবস্থায় গত সোমবার সন্ধ্যার দিকে বখাটে সুমন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে (ছাত্রী) কিল-ঘুষি মারেন। কেন্দুয়া থানার উপপরিদর্শক মো. আনিসুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

ছুটিতে গেলেন সেই বিচারক

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে–বাইরে অনেক শক্তি কাজ করবে, প্রধান উপদেষ্টার সতর্কতা

‘শত শত কোটি ডলারের’ ক্ষতি: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাংকের সালিস আদালতে এস আলম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ