Ajker Patrika

জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

নরসিংদীর মনোহরদীতে জায়গা দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে শাফুল বেগম নামে এক ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগেগত বুধবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ওই এলাকার জাহাঙ্গীর হোসেন পীরপুর ভাটিপাড়া-উজানপাড়া পাকা সড়ক থেকে শাফুল বেগমের জমি দখল করে কাঁচা রাস্তা নির্মাণ শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে শাফুল বেগম বলেন, ‘স্থানীয় প্রভাবশালীদের মদদে আমাদের জমির গাছ কেটে ১০ ফুট প্রস্থ করে রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। রাস্তা নির্মাণে বাধা দিলে তাঁরা প্রাণনাশের হুমকি দেন।’

অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খিদিরপুর ইউপি চেয়ারম্যানের নির্দেশে আমরা রাস্তা নির্মাণ করেছি। কারও জায়গা দখল করিনি।’

এ বিষয়ে জানতে চাইলে খিদিরপুর ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব বলেন, কারও জমি দখল করে রাস্তা নির্মাণ হচ্ছে না। তা ছাড়া সামাজিক সালিসের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার কাজ করা হচ্ছে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম কাসেম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত