Ajker Patrika

বন্ধ হয়নি মাদক কারবার

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৮
বন্ধ হয়নি মাদক কারবার

পর্যটনসমৃদ্ধ বান্দরবানে ২০২১ সালে অন্তত ১০ জন পর্যটক পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রাজনৈতিক কারণে জেলায় একাধিক খুন, গুম ও অপহরণের ঘটনা ঘটেছে। এ বছরে জেলায় মাদকদ্রব্য পাচার আশঙ্কাজনক হারে বৃদ্ধির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর সঙ্গে জড়িত আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী আটক হওয়ার পর দল থেকেও বহিষ্কার হয়েছেন। এমনকি মাদক বাণিজ্যে জড়িয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশ সদস্য। বিদায়ী বছরের ২ সেপ্টেম্বর জেলার নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসীদের ধরতে প্রথমবারের মতো বনে ড্রোনের ব্যবহার করেছে যৌথবাহিনী।

মাদক জব্দ: মাদক জব্দের ঘটনায় আলোচিত ছিল বান্দরবান জেলা। পৃথক অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে নাইক্ষ্যংছড়িতে যুবলীগ নেতা ও আলীকদমে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক হওয়ার পর দল থেকে বহিষ্কার করা হয়।

২৬ আগস্ট নাইক্ষ্যংছড়িতে একসঙ্গে ১ লাখ ৩৫ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়। ২৮ আগস্ট নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় অটোরিকশায় পাচারের সময় ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেন বিজিবি সদস্যরা। ১৭ নভেম্বর ঘুমধুম থেকে প্রায় ৫০ হাজার ইয়াবা জব্দ করেন বিজিবি সদস্যরা। এরপর ১৬ ডিসেম্বর বিজিবি অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি থেকে বিপুল ইয়াবা অস্ত্র উদ্ধার ও একজনকে আটক করেন।

৩০ অক্টোবর আলীকদমে ইয়াবা ও জাল টাকাসহ ৩ জনকে আটক করেন সেনাসদস্যরা। ১৬ নভেম্বর বান্দরবান পৌর এলাকা থেকে ইয়াবাসহ ১ কনস্টেবলকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বছরের শেষ দিকে ২০ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাইক্ষ্যংছড়িতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করেন।

পর্যটকের মৃত্যু: বছরের শেষ সময়ে ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে বান্দরবান আসা ১০ জনের পর্যটক দল সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ৩ জন নিখোঁজ হন। ২৪-২৫ ডিসেম্বর ভাই-বোনসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ১০ অক্টোবর রোয়াংছড়ির পর্যটনকেন্দ্র দেবতাখুমে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু হয়। এ ছাড়া ১২ সেপ্টেম্বর থানচির বড়পাথর এলাকায় ১ পর্যটক পানিতে ডুবে মারা যান। ১৪ অক্টোবর থানচি-আলীকদম সড়কে গাড়ি খাদে পড়ে গেলে ১ পর্যটকের মৃত্যু হয়, আহত হন আরও ১০ জন।

অপর দিকে ১৮ সেপ্টেম্বর বান্দরবানের রুমা উপজেলার বগা লেক পর্যটন শেষে ফেরার পথে সদর উপজেলার গলাচিপা এলাকায় পর্যটকবাহী জিপকে লক্ষ্য করে গুলি ছোড়ে অস্ত্রধারীরা। এতে ৩ আহত হন। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ৩০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। মামলায় আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির (জেএসএস) কয়েকজন নেতার নামও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত