Ajker Patrika

ফরিদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৮: ০০
ফরিদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট গ্রেপ্তার

ফরিদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমানকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় রুজু হওয়া একটি চাঁদাবাজির মামলায় তাঁকে ওই রাতেই ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। তিনটি মামলায় অভিযোগপত্র হয়েছে, একটি তদন্তাধীন রয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে ফরিদপুরের আদালতে উপস্থাপন করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্দিকুর রহমানকে একজন সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়। তিনি টেন্ডারবাজি করেন বলেও অভিযোগ।

পুলিশ জানায়, উপজেলার চরমাধবদিয়া এলাকার লুৎফর রহমান নান্নু খান বৃহস্পতিবার রাতে চাঁদাবাজি, ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে মামলা করেন। অভিযোগে বলা হয়, গত বছরের ১৪ অক্টোবর তাঁর জমি দখল ও এক লাখ টাকা চাঁদা নেন সিদ্দিক। এই মামলার আসামি হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন, কোতোয়ালি থানার ওসি এম এ জলিল, ইন্সপেক্টর আব্দুর গফ্ফার প্রমুখ উপস্থিতি ছিলেন।

সিদ্দিকুর রহমানের ভাই স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল জলিল বলেন, সিদ্দিকের নামে যে তিনটি মামলা ছিল সেগুলো থেকে তিনি জামিনে ছিলেন। বৃহস্পতিবার রাতে যে মামলা রুজু হয়েছে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি দাবি করেন পরিকল্পিতভাবে একটি বিশেষ মহলের ইন্দনের তাঁকে হয়রানি করা হয়েছে। তাঁরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

আগামী সোমবার ফরিদপুর চেম্বার অব কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন। সেখানে সিদ্দিকুর রহমানও প্রার্থী। তিনি আগেও ফরিদপুর চেম্বারের দুবার প্রেসিডেন্ট ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত