Ajker Patrika

গোলাপগঞ্জে নৌকা পেতে ১০ জনের তৎপরতা

গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১৫: ১৯
Thumbnail image

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে উপনির্বাচন। নির্বাচন ঘিরে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। চলছে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তৎপরতা। উপনির্বাচনে নৌকা প্রতীক পেতে তৎপরতা চালাচ্ছেন ১০ জন নেতা।

গত রোববার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের ১০ জন নেতা নৌকার মনোনয়ন চান। সভায় ঐকমত্যের ভিত্তিতে নৌকার প্রার্থী নির্বাচন না হওয়ায় এই ১০ জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নৌকার মনোনয়নপ্রত্যাশীরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সৈয়দ মিছবাহ উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা শাখার সাবেক সহসভাপতি আব্দুল ওয়াহাব জোয়ারদার মছুফ।

এদিকে গত রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, আইন সম্পাদক আজমল আলী, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বদরুল ইসলাম, জাকির আহমদ, মনসুর রশিদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত