Ajker Patrika

উপজেলা মৎস্যজীবী দলের কমিটি গঠন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১: ০৬
উপজেলা মৎস্যজীবী দলের কমিটি গঠন

সাতক্ষীরার তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আছিফুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে মো. মাহাবুর রহমান গাজীকে সভাপতি এবং মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহসভাপতি করা হয়েছে মো. সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, ইদ্রীস আলী, মেহেদী হাসান, আইয়ুব আলী গাজী, আব্দুল আলীম, তহিদুল ইসলাম, সাইফুল মানছুর, জহুরুল ইসলাম সবুজ ও সাহেব আলীকে। যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন মো. মোজ্জাফার হোসেন, মশিয়ার রহমান, আব্দুল সালাম, রেজাউল ইসলাম খান, আজিজ সানা, এনামুল করিম লাল্টু, রুহুল আমিন, কবির আহমেদ, রবিউল ইসলাম রবি, মোকলেসুর রহমান।

সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আক্তারুজ্জামান বাবুকে। সহ-সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন আবু রায়হান, মাহাবুর রহমান মিন্টু, মাছুম বিল্লাহ, মোফাজ্জেল বিশ্বাস, রফিকুল গাজী। অর্থ সম্পাদক পদে মান্নান ফকির ও সহ-অর্থ সম্পাদক পদে হান্নান গাজী দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম, সহপ্রচার সম্পাদকের পদ পেয়েছেন ফারুক হোসেন, সোহেল রানা ও মেহেদী হাসান। দপ্তর সম্পাদকের পদ দেওয়া হয়েছে আব্দুর রহিম সরদারকে এবং সহ-দপ্তর সম্পাদক পদে সিরাজুল ইসলাম ও ফজলুর রহমান দায়িত্ব পেয়েছেন। হায়দার আলী মোড়লকে তথ্য ও প্রকাশনা সম্পাদক এবং আফজাল হোসেন ও মহিদুল সরদারকে সহ-তথ্য ও প্রকাশনা সম্পাদকের পদ দেওয়া হয়েছে। মশিয়ার রহমান ধর্মবিষয়ক সম্পাদক ও আমিনুর রহমান সহ-ধর্মবিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন। মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক হিসেবে মিজানুর রহমান এবং সহ-মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক পদ দেওয়া হয়েছে মাজেদ বিশ্বাসকে, কার্যকারী সদস্য পদ পেয়েছেন সুরঞ্জন রায়, অহিদুল মোল্লা, আজিজুল শেখ, আ. খালেক নিকারী, বিল্লাল সরদার, শহিদুল ইসলাম ও আবুল মোড়ল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত