Ajker Patrika

আজ বড়লেখায় সফরে আসছেন পরিবেশমন্ত্রী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১২: ৩৫
আজ বড়লেখায় সফরে আসছেন পরিবেশমন্ত্রী

নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখায় সফরে আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেটে উদ্দেশ্যে আসবেন তিনি।

জানা গেছে, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে বিমানযোগে ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এরপর সড়কপথে তিনি মৌলভীবাজারের বড়লেখায় আসবেন। সকাল ১১টায় নিজের সাবেক গাড়িচালক প্রয়াত আব্দুর রউফের কবর জিয়ারত করবেন তিনি। পরদিন শনিবার বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করবেন।

এদিন বিকেলে সিলেট থেকে বিমানযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত