Ajker Patrika

‘বিএনপি কর্মসূচির নামে সন্ত্রাস করলে শক্ত হাতে প্রতিহত করা হবে’

জামালপুর প্রতিনিধি
‘বিএনপি কর্মসূচির নামে সন্ত্রাস করলে শক্ত হাতে প্রতিহত করা হবে’

জামালপুর পৌর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ সভা হয়েছে। গত শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা হয়।এ সময় বক্তারা বলেন, ‘বিএনপি যদি রাজনৈতিক কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড করার অপচেষ্টা চালায়, তা হলে তাঁদের শক্ত হাতে প্রতিহত করা হবে। আগুন-সন্ত্রাস চালিয়ে, জীবন্ত মানুষ পুড়িয়ে মেরে, ব্যক্তিগত ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করে বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল। বিএনপি কোনো কর্মসূচি দিলেই দেশের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে।

সেক্ষেত্রে তাঁরা যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করে, তাঁদের আমরা সহযোগিতা করব; কিন্তু শান্তি-শৃঙ্খলার অবনতি করলে তাঁদের ছাড় দেওয়া হবে না। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য রাজপথেই মোকাবিলা করতে হবে বলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকীবিল্লাহ। পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাইম রহমান, সাবেক সদস্য সরোয়ার হোসেন শান্ত, পৌর আওয়ামী লীগের সদস্য এনামুল হক সিদ্দিকী বাবু, কাউন্সিলর বিজু আহমেদ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত