Ajker Patrika

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ১৩
দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ঠান্ডা বাতাস আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চল। গত কয়েক দিন কিছু সময়ের জন্য রোদের দেখা মিললেও গতকাল বুধবার সারা দিন ছিল কুয়াশায় ঢাকা। এদিন দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বনিম্ন চার-পাঁচ কিলোমিটার এবং সর্বোচ্চ ৮-১০ কিলোমিটার। দিনাজপুর ছাড়াও নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি; পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ২; রংপুরে ১২ দশমিক ৩; রাজারহাটে (কুড়িগ্রাম) ১২ এবং বগুড়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে হিমেল বাতাস এবং তার সঙ্গে ঘন কুয়াশা শীত বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। অতিরিক্ত শীতে কাবু হয়ে পড়েছেন বৃদ্ধ, শিশুসহ সব বয়সের মানুষ। বিশেষ করে গ্রাম ও নদীতীরবর্তী এলাকায় বাস করা গরিব ও ছিন্নমূল মানুষেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

চিরিরবন্দর উপজেলার বড় গ্রামের শ্রমিক মমিনুল ইসলাম বলেন, ‘দুই-তিন ধরি কামোত যাই নাই, শীতল বাতাস আর ঘন কুয়াশার কারণে বাসায় বসি আছি। এই ঠান্ডায় কামোত যাওয়া যায় না, হাত-পাও কোঁকড়া নাগি যাছে।’

সদরের রামনগর বাজারে কাজের সন্ধানে আসা জাহিদুল ইসলাম বলেন, ‘এত জাড় হামরা গরিব মানুষগুলা পইছি বিপোদোত। ঠান্ডার জন্যে মানুষ কাম দিবায় চাহেছে নাই। আর কয়দিন এমন গেইলে না খায়া থাকিবা হবে।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ৯ দশমিক ৫ ডিগ্রি। পাশাপাশি একটি মৃদু শৈত্যপ্রবাহ দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত