Ajker Patrika

অটোরিকশায় চাঁদা আদায় থানায় অভিযোগ চালকদের

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৫: ১৩
অটোরিকশায় চাঁদা আদায় থানায় অভিযোগ চালকদের

গঙ্গাচড়ার বেতগাড়ীতে অটোরিকশার চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে সূত্রে জানা গেছে, বেতগাড়ী বাজারে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ডে চাঁন মিয়া, সুমন শাহ, আশরাফুল ইসলাম ভেলু, কালা মিয়া, আমজাদ হোসেনসহ বেশ কয়েকজন নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক টোল আদায় করে আসছেন। চালকেরা এর প্রতিবাদ করলে তাঁদের প্রাণনাশসহ নানা রকম হুমকি-ধমকি দেওয়া হয়।

স্ট্যান্ডে যাত্রী নেওয়ার সময় ৯ জানুয়ারি বেতগাড়ী শাহপাড়া এলাকার সাফায়াত আলীর কাছে টোল দাবি করা হয়। তিনি প্রতিবাদ করলে তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে একাধিক অটোচালক জানিয়েছেন।

চালক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা গরিব মানুষ, অটো চালিয়ে সংসার চালাই। প্রতিদিন বেতগাড়ী বাজারে অটোস্ট্যান্ডে এসে আমজাদ ও ওয়াপি আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে।’

আরেক অটোচালক জাকির হোসেন বলেন, ‘আমি ভাড়ায় অটো চালাই। ভাড়া দিতে হয় দিনে ৪০০ টাকা। বেতগাড়ী সড়কে যতবার গাড়ি চালাই, ততবার এদের টাকা দিতে হয়। এখন বলেন, আমি অটো ভাড়ার টাকা দিব না কি এদের চাঁদার টাকা দিব?’

চাঁদার অত্যাচারে গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করা যায় না বলে মন্তব্য করেন চালক সেরাজুল ইসলাম। তিনি বলেন, ‘এরা আমাদের কাছ থেকে টাকা নেয় আর নেশা করে।’

এ বিষয়ে জানতে চাইলে বেতগাড়ী বাজার মোটর শ্রমিক শাখার সদস্য আমজাদ বলেন, ‘আমাদের লিডার রংপুর জেলা শাখা মোটর শ্রমিকের সেক্রেটারি এম এ মজিদ ভাইয়ের পারমিশনে আমরা এখানে টোল আদায় করি। নাইট কোচ থেকে ৫০ টাকা ও অটো থেকে ১০ টাকা করে টোল আদায় করা হয়।’

টাকা সংগঠনের উন্নয়নের কাজে ব্যবহার করা হয় বলে দাবি করেন বেতগাড়ি বাজার মোটর শ্রমিক শাখার কোষাধ্যক্ষ মাসুদ রানা।

থানায় অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আশরাফুল বলেন, ‘অটো মালিকেরা থানায় অভিযোগ করেছিল। অভিযোগ প্রত্যাহার করতে বলেছি। থানায় কোনো প্রকার অভিযোগ করলে ওদের মেরে ফেলব।’

টোল আদায়ের ব্যাপারে আশরাফুল বলেন, ‘টোলের জন্য কোনো প্রকার রসিদ দেওয়া হয় না। এখানে যে কয় টাকা আদায় হয় তা আমাদের সদস্যদের মাঝে ভাগাভাগি করে নেওয়া হয়।’

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত