গঙ্গাচড়া প্রতিনিধি
গঙ্গাচড়ার বেতগাড়ীতে অটোরিকশার চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, বেতগাড়ী বাজারে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ডে চাঁন মিয়া, সুমন শাহ, আশরাফুল ইসলাম ভেলু, কালা মিয়া, আমজাদ হোসেনসহ বেশ কয়েকজন নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক টোল আদায় করে আসছেন। চালকেরা এর প্রতিবাদ করলে তাঁদের প্রাণনাশসহ নানা রকম হুমকি-ধমকি দেওয়া হয়।
স্ট্যান্ডে যাত্রী নেওয়ার সময় ৯ জানুয়ারি বেতগাড়ী শাহপাড়া এলাকার সাফায়াত আলীর কাছে টোল দাবি করা হয়। তিনি প্রতিবাদ করলে তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে একাধিক অটোচালক জানিয়েছেন।
চালক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা গরিব মানুষ, অটো চালিয়ে সংসার চালাই। প্রতিদিন বেতগাড়ী বাজারে অটোস্ট্যান্ডে এসে আমজাদ ও ওয়াপি আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে।’
আরেক অটোচালক জাকির হোসেন বলেন, ‘আমি ভাড়ায় অটো চালাই। ভাড়া দিতে হয় দিনে ৪০০ টাকা। বেতগাড়ী সড়কে যতবার গাড়ি চালাই, ততবার এদের টাকা দিতে হয়। এখন বলেন, আমি অটো ভাড়ার টাকা দিব না কি এদের চাঁদার টাকা দিব?’
চাঁদার অত্যাচারে গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করা যায় না বলে মন্তব্য করেন চালক সেরাজুল ইসলাম। তিনি বলেন, ‘এরা আমাদের কাছ থেকে টাকা নেয় আর নেশা করে।’
এ বিষয়ে জানতে চাইলে বেতগাড়ী বাজার মোটর শ্রমিক শাখার সদস্য আমজাদ বলেন, ‘আমাদের লিডার রংপুর জেলা শাখা মোটর শ্রমিকের সেক্রেটারি এম এ মজিদ ভাইয়ের পারমিশনে আমরা এখানে টোল আদায় করি। নাইট কোচ থেকে ৫০ টাকা ও অটো থেকে ১০ টাকা করে টোল আদায় করা হয়।’
টাকা সংগঠনের উন্নয়নের কাজে ব্যবহার করা হয় বলে দাবি করেন বেতগাড়ি বাজার মোটর শ্রমিক শাখার কোষাধ্যক্ষ মাসুদ রানা।
থানায় অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আশরাফুল বলেন, ‘অটো মালিকেরা থানায় অভিযোগ করেছিল। অভিযোগ প্রত্যাহার করতে বলেছি। থানায় কোনো প্রকার অভিযোগ করলে ওদের মেরে ফেলব।’
টোল আদায়ের ব্যাপারে আশরাফুল বলেন, ‘টোলের জন্য কোনো প্রকার রসিদ দেওয়া হয় না। এখানে যে কয় টাকা আদায় হয় তা আমাদের সদস্যদের মাঝে ভাগাভাগি করে নেওয়া হয়।’
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গঙ্গাচড়ার বেতগাড়ীতে অটোরিকশার চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, বেতগাড়ী বাজারে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ডে চাঁন মিয়া, সুমন শাহ, আশরাফুল ইসলাম ভেলু, কালা মিয়া, আমজাদ হোসেনসহ বেশ কয়েকজন নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক টোল আদায় করে আসছেন। চালকেরা এর প্রতিবাদ করলে তাঁদের প্রাণনাশসহ নানা রকম হুমকি-ধমকি দেওয়া হয়।
স্ট্যান্ডে যাত্রী নেওয়ার সময় ৯ জানুয়ারি বেতগাড়ী শাহপাড়া এলাকার সাফায়াত আলীর কাছে টোল দাবি করা হয়। তিনি প্রতিবাদ করলে তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে একাধিক অটোচালক জানিয়েছেন।
চালক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা গরিব মানুষ, অটো চালিয়ে সংসার চালাই। প্রতিদিন বেতগাড়ী বাজারে অটোস্ট্যান্ডে এসে আমজাদ ও ওয়াপি আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে।’
আরেক অটোচালক জাকির হোসেন বলেন, ‘আমি ভাড়ায় অটো চালাই। ভাড়া দিতে হয় দিনে ৪০০ টাকা। বেতগাড়ী সড়কে যতবার গাড়ি চালাই, ততবার এদের টাকা দিতে হয়। এখন বলেন, আমি অটো ভাড়ার টাকা দিব না কি এদের চাঁদার টাকা দিব?’
চাঁদার অত্যাচারে গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করা যায় না বলে মন্তব্য করেন চালক সেরাজুল ইসলাম। তিনি বলেন, ‘এরা আমাদের কাছ থেকে টাকা নেয় আর নেশা করে।’
এ বিষয়ে জানতে চাইলে বেতগাড়ী বাজার মোটর শ্রমিক শাখার সদস্য আমজাদ বলেন, ‘আমাদের লিডার রংপুর জেলা শাখা মোটর শ্রমিকের সেক্রেটারি এম এ মজিদ ভাইয়ের পারমিশনে আমরা এখানে টোল আদায় করি। নাইট কোচ থেকে ৫০ টাকা ও অটো থেকে ১০ টাকা করে টোল আদায় করা হয়।’
টাকা সংগঠনের উন্নয়নের কাজে ব্যবহার করা হয় বলে দাবি করেন বেতগাড়ি বাজার মোটর শ্রমিক শাখার কোষাধ্যক্ষ মাসুদ রানা।
থানায় অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আশরাফুল বলেন, ‘অটো মালিকেরা থানায় অভিযোগ করেছিল। অভিযোগ প্রত্যাহার করতে বলেছি। থানায় কোনো প্রকার অভিযোগ করলে ওদের মেরে ফেলব।’
টোল আদায়ের ব্যাপারে আশরাফুল বলেন, ‘টোলের জন্য কোনো প্রকার রসিদ দেওয়া হয় না। এখানে যে কয় টাকা আদায় হয় তা আমাদের সদস্যদের মাঝে ভাগাভাগি করে নেওয়া হয়।’
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫